"); -->

Sep 22, 2015

ঘ্রাণেন

|| ঘ্রাণেন ||


শিব্রাম গেছিলেন চাইনিজ হোটেলে,
চীনা খাওয়া কভু তার জোটে নি তো কপালে ।

মেনু কার্ড দেখে তিনি জল খান এক গ্লাস,
কি সব যে লেখা আছে এটা সেটা ছাইপাঁশ ।

চোখ ওঠে কপালে, ডান দিকে দেখে দাম,
শিরদাঁড়া কেঁপে গিয়ে, কপালেতে জমে ঘাম ।

অর্ডার নেবে বলে, কাছে এলো ওয়েটার,
কম দামে, এনে দিল মিনারেল ওয়াটার ।

পেটে ছুঁচো মারে ডন, পকেটে পয়সা নাই,
শিব্রাম ভাবে বসে, কি করে খাবার পাই ।

চারিদিকে খায় সব উপাদেয় খাদ্য,
চাইনিজ খাবারের কি দারুণ গন্ধ ।

জল খেয়ে ভাবে বসে, খাওয়া যায় কেমনে,
তখনি এলো তার সেই শ্লোক স্মরণে ।

"ঘ্রাণেন অর্ধ-ভোজন" বলেছিল পণ্ডিত,
বার বার ঘ্রাণ নিলে, পেট ভরা নিশ্চিত ।

এই ভেবে বসলেন, কিচেনের পাশেতে,
গন্ধেই ভরাবো পেট, এই বড় আশা তে ।

বড় বড় শ্বাস নিয়ে, নাক ভরে গন্ধ,
দেখে তাই, ম্যানেজারের লাগে বড় সন্দ ।

ডেকে বলে, "ওই খানে করছ কি বাঙ্গালি,
গন্ধ টা চুরি করে পেট কেন ভরালি?

গন্ধটা আমি আজ দেব না কো ফোকটে",
শিব্রাম দেখালেন, দু’টি টাকা পকেটে ।

টাকা দু’টি হাতে নিয়ে ঠনঠন বাজালেন,
'দামটা শোধ হোল', এই বলে হাঁটলেন ।

ম্যানেজার রেগে বলে, "মস্করা-ঠাট্টা,
ধরে আন ব্যাটাকে মারি তিন গাঁট্টা ।"

শিব্রাম বললেন, 'খেয়েছি তো গন্ধ,
দাম তার দিয়েছি, টাকাটার শব্দ ।

যেমন খেয়েছি আমি, দাম তার তেমনি,
চীনে বাবু, তুমি আজও বাঙ্গালিকে চেন নি ।'
………………………………………
প্রয়াত শিশু-সাহিত্যিক শ্রদ্ধেয় শিব্রাম চক্রবর্তী র গল্প-অবলম্বনে আমার শ্রদ্ধার্ঘ্য - কল্যাণ কুমার বসু, ২২/৯/২০১৫

----------------------------------------------------------------------------------------------------
Contributed by: Kalyan Kumar Basu in WaaS / 22 September 2015



No comments: