"); -->

Sep 21, 2015

পুজোর বাজার

|| পুজোর বাজার ||


‘বেশীদিন আর নেই বাকী, পুজো গেল এসে,
বাজারটা তো সুরু করো’ মেয়ে বলে হেসে ৷
‘জানি তুমি রিটায়ার্ড, নেই যে কোন কাজ
বাজার করার নাম নিলে কপালে পড়ে ভাঁজ ৷
মিছেই কেন ভাবছ, চাইব না খুব বেশী
বিলিতিতে লোভ নেই, আমি তো চাই দেশী ৷
গোটা দুই জামদানী, গোটা তিন সালোয়ার
এর সাথে ম্যাচ করে জুয়েলারি জড়োয়ার ৷
জুতো তো দিতেই হবে, আর সাধারণ শাড়ী
এইটুকুতেই চোখ কপালে, মাথায় করছ বাড়ী ৷’
মেয়ে আমার অল্পে খুশী, চায় নি কিছু বেশী
আপনারাই করুন বিচার, আমি এইবার আসি ৷৷

---------------------------------------------------------------------------------
Contributed by: Kesab Sanyal in WaaS / 21 September 2015

No comments: