।। যা আমার সয় ।।
(২১শে জুলাই, বৃষ্টি-বাদল দিনে জানলার ধারে বসে নানান ভাবনায় ডুবে ছিলাম । কিছু লিখলাম কবিতা আকারে । আপনাদের সঙ্গে সহভাগ করলাম ।)
ওরা চেয়েছিল কিছু
চেয়েছিল অকপটে
- ওরা যে চাইতে পারে ।
মুখ ফুটে বলতে পারে না 'ভালবাসি' ।
আমি সেইটুকু দিয়েছি
আমি সেইটুকু শুধু দিয়েছি
যা আমার সয় ।
আমি যে ছুঁয়েছি সে ভালবাসা
যতক্ষণ ওরা চেয়েছে অকাতরে ।
ছুঁয়েছে মন রামধনু রঙ।
আজ একেলা বসে কাঁদছে মন
চেয়ে চেয়ে দেখছি দূর থেকে ।
এ ভালবাসা নয় ভালবাসা নয়
অহমে নিমজ্জন ।
আবার ফিরবো আমি নব কলেবরে
মন ভাসাবো সে অনুপ্তে
চাওয়া পাওয়ার বাঁধন ছেড়ে
ঝাঁপ দেবো সে অনন্তে ।।
----------------------------------------------------------------------------
Contributed by: Sisir Das in WaaS / 22 July 2015
No comments:
Post a Comment