|| অবসর জীবন ||
(প্রথমেই বলে রাখি, আমি একজন শান্ত-শিষ্ট, পত্নী-নিষ্ঠ ভদ্রলোক, ঘাড়ে আমার একটি মাথা, চাই না সেটায় পড়ুক কোপ । তাই জানাই, এই কবিতার 'স্ত্রী' চরিত্রটি কাল্পনিক ।)চল্লিশ বছর চাকরি করে যখন নিলাম অবসর,
মনটা খুশী, আরাম করে দেখব এবার খোশখবর ।
সন্ধ্যাবেলায় সেদিন আমি দেখছি বসে ক্রিকেট ম্যাচ,
গিন্নি গেছেন পাশের বাড়ি, মাথায় নিয়ে নানান প্যাঁচ ।
হঠাৎ তিনি ঘরে ঢুকে, বলেন আমায় রিমোট দাও,
দেখব আমি "মা" সিরিয়াল, এখন তুমি বাইরে যাও ।
করুণ সুরে বলি আমি, "দেখছি যে এক দারুণ ম্যাচ ।"
গিন্নী বলেন, "বললে বেশি, দেখবে আমার লিগ্যাল প্যাঁচ ?
বললে কথা, ডাকবো পুলিশ, ৪৯৮ ধারায় কেস দেবে,
এখন থেকে বলবে কথা, এদিক-ওদিক সব ভেবে !"
হতাশ হয়ে ভাবি আমি, কি দরকার এই খুড়োর কল,
স্বামীরা তো এমনি কাবু, যখন বউ এর চোখে গঙ্গাজল ।।
---------------------------------------------------------------------------------------
Contributed by: Kalyan Kumar Basu in WaaS / 13 July 2015
No comments:
Post a Comment