"); -->

Jul 16, 2015

যা আমার কাজ নয়

|| যা আমার কাজ নয় ||


আজকাল কোনও কিছুই লিখতে ভয় করে, সবাই দেখি সবকিছুতেই রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করেন । দেখুন এই লেখাটায় কিসের গন্ধ পাওয়া যায় ।

সেটা আমার চাকরি জীবনের প্রথম দিকের কথা । পৃথিবী বিখ্যাত একটি জাপানি বহুজাতিক সংস্থা আমাদের অফিসের মাসিক বুলেটিনের সদস্য ছিল । একদিন ঐ কোম্পানির এক উচ্চপদস্থ অফিসার ফোন করে বললেন সেই মাসের বুলেটিন তাদের তখনি দরকার । ততক্ষণে চিঠি নিয়ে যারা বেরোয় তারা সব বেরিয়ে পড়েছে, বললাম সেই কথা অফিসার ভদ্রলোককে, উনি কিছু না বলে ফোন রেখে দিলেন । ঘণ্টা খানেক পর হঠাৎ সেই ভদ্রলোক এসে হাজির । দেখে অবাক হয়ে বললাম, “এই বুলেটিন-এর জন্য আপনি নিজে এলেন ?” উনি বললেন, “আসলে আজকের ডাকেই বুলেটিনটা পাঠানো খুবই দরকার, অফিসের অন্য সব কর্মচারী তাদের নিজেদের কাজে ব্যস্ত, তাই নিজেই নিতে চলে এলাম ।” তারপর একটু থেমে বললেন, “আমাদের অফিসে ‘এটা আমার কাজ নয় |’ বলে কোনও কথা নেই, দরকারে সকলকে সব কাজই যে কোনও সময়ে করতে হতে পারে ।” তারপর বললেন, “আপনাকে আমার এক অভিজ্ঞতার কথা জানাই । ছেলেমেয়ের পরীক্ষা শেষ, ঠিক হল আমরা চারজন বোম্বে বেড়াতে যাব । ছুটির দরখাস্ত করলাম, ছুটি মঞ্জুর । মহা উৎসাহে ছেলেমেয়ে ব্যাগ গুছোতে শুরু করলো । যাবার দিন একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরতে যাব, বড় সাহেবের ঘরে ডাক পড়লো । কেন জানিনা অজানা এক আতঙ্কে বুক ছ্যাঁত করে উঠলো । বড় সাহেব বললেন, ভাইজাগে জাহাজের চালান আটকে গেছে, আপনাকে সন্ধ্যের ট্রেনেই ভাইজাগ জেতে হবে । একটু থেমে বললেন, বাড়িতে ফোন করে বলে দিন আপনার বোম্বে যাওয়া হচ্ছে না । বোম্বের বদলে ছুটলাম ভাইজাগ । ছেলেমেয়ের কী অবস্থা বুঝতেই পারছেন । এরপর কেটে গেছে মাস চার, আবার বড় সাহেবের ঘরে তলব । ঘরে ঢুকতেই বসতে বললেন । তারপর হাতে একটা বড় খাম এগিয়ে দিয়ে বললেন খুলে দেখতে । খুলে আমার চক্ষু চড়কগাছ ! কলকাতা- টোকিও চারজনের বিমানের যাতায়াতের টিকিট । বড় সাহেব হেসে বললেন, আপনাদের থাকা-খাওয়া-ঘোরার সব দায়িত্ব আমাদের, সেদিন আপনাদের বোম্বে যাওয়া বাতিল হয়েছিল আমাদের কাজের জন্য, তাই কোম্পানির তরফ থেকে এটা আমাদের উপহার আপনাদের । এরপর আপনিই বলুন, কোম্পানির দরকারে বুলেটিনটা নিতে আসব না ?”

তারপর ৩০ বছর কেটে গেছে, আমি কিন্তু আজও কেউ কিছু করতে বললে বলি, “এটা আমার কাজ নয় |”

----------------------------------------------------------------------------------------------
Contributed by: Siddhartha Chakraborty in WaaS / 16 July 2015

No comments: