|| ইলিশ-পুরাণ ||
ইলশ্য নামেতে মৎস্য ছিল সত্য যুগে,
এক কড়ি মূল্যে, একশ খাইত হাসিমুখে
দ্বাপরে তে সেই মৎস্য ইলিশ্যা হইল,
এক তাম্র মুদ্রাতে কৌরব খাইল |
ত্রেতা যুগে ইলিশা হইল লোকমুখে,
এক টঙ্কায় বিয়া বাড়ি খাইত মহাসুখে |
কলি যুগে সেই মৎস্য ইলিশ হইল,
গঙ্গা-পদ্মা নদীই জুড়ে রসনা জুড়াইল |
কোথা হইতে কি হইল, গঙ্গা-ইলিশ নাই,
হাজার টাকা কিলো বলে, কেমন করে খাই |
ইলিশ হবে ডোডো, আসছে চোখে জল,
জ্ঞানী-গুণী রিসার্চ করে, ঘণ্টা হোলো ফল |
অশ্রুপাতে শেষ হোলো ইলিশ পাঁচালি,
কবি কল্যাণ কহে, শোন, দুর্ভাগা বাঙালি ||
-----------------------------------------------------------------------------------------------
Contributed by Kalyan Kumar Basu in WaaS / 08 May 2015
No comments:
Post a Comment