|| নারায়ণ নিদ্রা গেছেন ||
সকাল বেলা সিধু বাবু ঠাকুর ঘরে এসে,
ভাবতে ছিলেন, কি হবে আজ বিজু বাবুর কেসে ।
বিজু বাবুর জমিটা, সিধুর জমির পাশে,
বন্ধু ছিলেন, শত্রু হলেন গত কয়েক মাসে ।
কয়েক কাঠার ঝগড়া নিয়ে, মামলা আদালতে,
জমির দামের বেশী গেছে, উকিল বাবুর পেটে ।
সিধু বাবু খালি পেটে, ঠাকুর ঘরে এসে,
'হে নারায়ণ, জিতিয়ে দাও, আজকের এই কেসে ।
বিজু বাবু ও কম যান না, তিনি ও ঠাকুর ঘরে,
তিনি ও ডাকেন, 'নারায়ণ, সিধুকে দাও মেরে ।'
নারায়ণ শুনতে পেলেন বৈকুন্ঠে শুয়ে,
দুই জনের আর্জি শুনে, শুলেন বাঁ-কাত হয়ে ।
অফিসে তে ইঁদুর-দৌড়, সবাই চাইছে প্রমোশন,
পদ তো খালি একখানি, যাবে তো এক জন ।
লেঙ্গি মারা চলছে ভীষন, কি হবে সেই নিয়ে,
ফুল-মিষ্টি-প্রণামি ঘুঁষ, মন্দিরেতে গিয়ে ।
নারদ মুনি, করলেন রিপোর্ট নারায়ণ কে গিয়ে,
পাশ ফিরে শোন নারায়ণ, চাদর মুড়ি দিয়ে ।
অতুল, রাতুল দুই জনেতেই এক ই ক্লাসে পড়ে,
প্রথম স্থানটি বাঁধা থাকে কোনো একজন করে ।
মাধ্যমিকে দু জনেতেই ভগবান কে ডাকে,
ফল বেরুলে, যেন আমিই থাকি অন্যজনের আগে ।
ভগবান তো জেগেই ছিলেন, শুনতে সবই পান,
আগ মার্কা সর্ষের তেলে, নাকে দিলেন টান ।
ভাবতে বসেন গভীর ভাবে, কি ভাবে এ হয়,
সব্বাই কে জিতিয়ে দেওয়া তাঁর কর্ম নয় ।
বিপদ বুঝে যোগ-নিদ্রায় ঠাকুর নারায়ণ,
কেউ জানি না, এই নিদ্রা তার চলবে কতক্ষণ ।।
(প্রয়াত সাহিত্যিক শ্রদ্ধেয় 'বনফুল' এর একটি ছোট গল্প অবলম্বনে আমার এই কবিতা লেখার ক্ষুদ্র প্রয়াস)
--------------------------------------------------------------------------------------------------
Contributed by: Kalyan Kumar Basu in WaaS / 25 September 2015
No comments:
Post a Comment