"); -->

Sep 24, 2015

এখন সম্বল

|| এখন সম্বল ||


অনেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত আমি ।
যে ছায়াপথে হেঁটেছি এতো দিন
সে তো কোলে দেয় নাই স্থান
পথ হারা, বাস্তুহারা, ঘুরি দ্বারে দ্বারে
দিন মোর কেটে যায় উচ্ছিষ্ট আহারে ।

জীবনের বহুদিন কেটে গেছে নক্ষত্রের ভিড়ে
অর্থ, মান, যশ আজ কিছু নাই
পিছে পড়ে আছে মোর যা ছিল বৈভব
মলিন বসনে ঢাকি শীর্ণ দেহ মোর
একা ঘুরি পথে পথে ঠিকানা হারায়ে ।
আপন যারা ছিল সব গেছে দৃঢ়ে
বিষণ্ণ বেলায় ফিরি দুয়ারে দুয়ারে ।

সন্ধ্যাদীপ নিভে গেছে, চারিদিকে ঘোর অন্ধকার
জ্ঞানের আলো জ্বেলে দেব সাধ্য নাই তার
কি দিয়েছে নিজ ঘর, আত্ম পরিজন ? 
একজন ঘরে ছিল সেও গেছে দূরে
এখন সম্বল শুধু একটি দীর্ঘশ্বাস
ক’টা দিন পরেই হয়ে যাব বেওয়ারিশ লাশ ।।

------------------------------------------------------------------------------------------------
Contributed by: Subhas Choudhury in WaaS / 24 September 2015

No comments: