।। আদর্শ ইনসাফ ।।
মাঠঘাট জল নদীর বালি ইজ্জত সম্মান,
বাইজির নাচ, ঘরের বধূ, ভোরের পোলাপান,
সব কিছুকেই বেবাক বেচুন মূল্য সঠিক জেনে
বিকিকিনির হাটবাজারে বিবেককে না টেনে ।
রিজবানুরে বিক্রি করে শক্ত ভোটের মাটি,
কামদুনিকে সস্তাদরে কিনেছে এক পার্টি ।
দমদমেতে রেলের লাইন রক্তবানে ভাসা,
সেই টোডিরাই শুদ্ধ এখন গঙ্গাজলে খাসা !
অন্তর্বাস-বাণিয়াদের কিস্যা, হিস্যা বাত
কে বোলাল কার শরীরে অশ্লীলতার হাত !
ইনসাফ দাও, বিশ্বাস দাও, ইমান বেচে দাও
গোটা দেশই পুণ্যভূমি—বিপন্নতা ? ফাও,
আপাতসুখ চাও? গদিটি বাঁচাও !!!
-----------------------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 23 September 2015
No comments:
Post a Comment