"); -->

Sep 23, 2015

আদর্শ ইনসাফ

।। আদর্শ ইনসাফ ।।


মাঠঘাট জল নদীর বালি ইজ্জত সম্মান,
বাইজির নাচ, ঘরের বধূ, ভোরের পোলাপান, 
সব কিছুকেই বেবাক বেচুন মূল্য সঠিক জেনে
বিকিকিনির হাটবাজারে বিবেককে না টেনে ।

রিজবানুরে বিক্রি করে শক্ত ভোটের মাটি,
কামদুনিকে সস্তাদরে কিনেছে এক পার্টি ।
দমদমেতে রেলের লাইন রক্তবানে ভাসা,
সেই টোডিরাই শুদ্ধ এখন গঙ্গাজলে খাসা !

অন্তর্বাস-বাণিয়াদের কিস্যা, হিস্যা বাত
কে বোলাল কার শরীরে অশ্লীলতার হাত !
ইনসাফ দাও, বিশ্বাস দাও, ইমান বেচে দাও
গোটা দেশই পুণ্যভূমি—বিপন্নতা ? ফাও,
আপাতসুখ চাও? গদিটি বাঁচাও !!!

-----------------------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 23 September 2015

No comments: