|| কী বার ||
ঘুরতে গেছি জাঞ্জিবার
বোতল হাতে দেখি সবার ।
দারুণ ইচ্ছে হোল খাবার,
কিন্তু যে হায় পাইনা বার ।
দিনটা ছিল রবিবার।
তবে কি আজ শুকনোবার ?
বাকি ছিল চমকাবার
যখন দেখি হচ্ছে বার
পয়সা দিলেই বারংবার
মেশিন থেকে - কী আবার ?
মদের বোতল !
-------------------------------------------------------------------
Contributed by: Arabinda Ghosh / 22 September 2015
No comments:
Post a Comment