।। জীবন অন্য সুরে ।।
মেঘ কোরো না অমন করে -
তার চেয়ে ঢালো বৃষ্টি ।
মেঘ দেখলেই মন যে কাঁপে,
বুঝি এই শুরু অনাসৃষ্টি ।
চোখে চোখ রেখে সামনে দাঁড়াও -
কোথাও তুমি দেখলে ফাঁকি ।
এখনও তো আমি ডুবতে রাজী,
পথ এখনোও অনেকই বাকি ।
বয়স শুধুই বছর হিসেব -
স্বপ্ন দেখার নেইকো শেষ ।
চাও যদি ফের হোক না শুরু,
অতীত ভুলে বদলে বেশ ।
মেঘ ছেড়ে তাই আলো আনো -
আঁধার আগল সরিয়ে চুপে ।
'আমার আমি' রাখছি বাজী,
নতুন সাজে নতুন রূপে ।।
দেবদাস মিত্র
----------------------------------------------------------------------
Contributed by: Debdas Mitra / 18 September 2015
No comments:
Post a Comment