|| জিজ্ঞাসা ||
জীবন পথে চলার সময় বিঘ্ন আসে নানারকম ,
সুস্থ মনে চলতে গিয়ে হয়ে যায় যে মাথা গরম ।
আত্ম স্বজন পরিচয়ে আছে যারা আশেপাশে -
স্বার্থটা যেই পূরণ না হয় মুখোশ খোলা রূপ প্রকাশে ।
এরা ছাড়াও পথে ঘাটে কিম্বা কর্মক্ষেত্রে দেখি -
একই ছাঁচের মানুষ যত ভদ্রতারই প্রলেপ মাখি ।
এসব ছাড়াও অসুখ বিসুখ নিজের এবং কলত্রাদির -
পুনঃপৌনিক ধারায় আসে, মনের জ্বালা হয় গভীর ।
এর পরেতে আছে আবার বাসের ভাড়া ট্রেনের ভাড়া -
ইলেকট্রিকের বিলের খোঁচা, বাজারদর যে লাগামছাড়া ।
স্কুল কলেজের মাইনে, পোশাকের দরও বেড়েই চলে -
এদের সাথে যুঝতে গিয়ে মাইনেটুকুই যায় যে গলে ।
মাঝরাতেতে ঘুম ভেঙ্গে তাই ছাদে গিয়ে বসে ভাবি -
এমনি করেই কাটবে কি দিন , কোথায় সুখের চাবি ?
শূন্য তলে বসে তখন মনটা হয়ে যায় যে ফাঁকা -
বিপুল বিশাল সৃষ্টি দেখে প্রশ্ন জাগে মনে একা ।
যুগের পরে যুগ পেরিয়ে লক্ষ কোটি বছর ধরে -
চন্দ্র, সূর্য, গ্রহ, তারা ঘুরছে শুধুই এমনি করে ?
আকাশ, বাতাস, তরুলতা, শীত, গ্রীষ্ম, বর্ষা - ঋতু
সুখ, দুঃখ, ভালোবাসা, পশু-পক্ষী কিসের হেতু ?
সৃষ্টি হলো কবে কখন - বিশাল এমন সৃষ্টি কাহার ?
এ সবের কি সার্থকতা জবাব কিছু আছে পাবার ?
জমাট বাঁধা অশ্রু তখন বুকের উপর গড়িয়ে পড়ে -
মনটা কিছু হালকা হলে ঢুকি গিয়ে নিজের ঘরে ।।
---------------------------------------------------------------------------------------------------------
Contributed by: Debkisor Chakrabarti in WaaS / 13 September 2015
No comments:
Post a Comment