"); -->

Aug 2, 2015

নিম্ন-চাপ

|| নিম্ন-চাপ ||


হর্ষ বাবুর হোলো এবার নিম্ন-চাপের রোগ
তাগড়া এক যমদূতের কেন এই ভোগ.
ছিলেন বেশ আপিস, বাড়ি, মাঠ, ময়দান নিয়ে
তার মেয়েটির লাগলো তখন বিয়ে ।
৬০০ লোকের আসার কথা, কন্যা দানের দিনে
ব্যবস্থা বিরাট, অপেক্ষা আসুক লোকে চিনে ।
এমন সময় হঠাত শুরু নিম্ন চাপের জল
কনের বাবার হোলো এবার চোখটি ছল-ছল ।
আকাশ ভেঙ্গে পড়ছে যত নিম্ন-চাপের ধারা
দুর্জনেরা বলে এর কারণ ওই ৩-৪ পাড়ার ছোঁড়া
মন ভেঙ্গেছে, ভগবানের চোখেও জলের ধারা ।
এলেন মাত্র ৭০ জন বরকর্তা নিয়ে
ধুম ধামে হোলো শেষে শ্রীমতীর বিয়ে ।
বেঁধে-ছেঁদে নিয়ে গেলেন খাবার আছে যত
২১ দিন ফ্রিজে রেখে হর্ষ বাবু (প্রায়) গত
প্রবল নিম্নচাপ বাথরুমেতেই বালিশ
হর্ষ বাবু খেয়ে যান ২১ দিনের ইলিশ ।।


-------------------------------------------------------------------------------------
Contributed by: Prabir Acharya in WaaS / 02 August 2015

No comments: