"); -->

Jul 20, 2015

জীবনপুরের পথে

|| জীবনপুরের পথে ||


সেই যে কবে চলার শুরু ইচ্ছেগুলোর সাথে । 
স্বপ্ন ভরা চোখে,
সময়টাকে হাতের মুঠোয় বন্দী করে রেখে,
কত লড়াই লড়ে,
জীবনপথের গোলকধাঁধায় কত না বাঁক ঘুরে,
আজ ক্লান্ত অবশ পায়ে 
অম্লমধুর স্মৃতির ভারে ন্যুব্জ এ মন নিয়ে,
চলা, শুধুই চলা । 
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ শিকেয় আছে তোলা । 
ইচ্ছে ছিল যতো,
মিলিয়ে গেছে মনের মাঝেই ভেল্কিবাজির মতো । 
কখন যে কোন ফাঁকে,
সময় কোথায় পালিয়ে গেছে মুঠোর কয়েদ থেকে । 
শুধুই নিষ্ফল আক্রোশে,
পাকিয়ে মুঠো হাত ছুঁড়ে দিই আকাশের উদ্দেশে । 
তবু স্বপ্ন আজও বাঁচে,
স্বপ্ন ভরা চোখ এখনও তেমনি করেই আছে । 
তাই দুহাত বাড়াই,
হে অনন্ত, অসীম আরও আরও সময় চাই ।।

-----------------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Sengupta in WaaS / 20 July 2015

No comments: