"); -->

Jul 11, 2015

একটু উল্টোপাল্টা

|| একটু উল্টোপাল্টা ||


''ঘরবাড়ি' না বলে 'বাড়িঘর' বলা যায়, 'খাতাবই' না বলে 'বইখাতা' বলা যায়, 'জামাকাপড়' না বলে 'কাপড়জামা' বলা যায় অথচ এমন কিছু শব্দ আছে সেখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চলে না । মানেটাই পালটে যায় ।

সেদিনের কথা । রাত তখন প্রায় পৌনে এগারোটা । আমার এক প্রতিবেশী ঘেমে নেয়ে হন্ত-দন্ত হয় কোথা থেকে ফিরছিলেন । জিজ্ঞাসা করলাম,
- এই ফিরলেন ?
- আর বোলো না, গড়িয়া মোড় থেকে হেঁটে ফিরলাম । একটা কিচ্ছু নেই ।
আমি মুখ ফসকে 'গাড়িঘোড়া' বলতে গিয়ে বলে ফেললাম,
- সে কী ঘোড়াগাড়ি পেলেন না ?'
ভদ্রলোক গম্ভীর হয়, বেশ কড়া সুরে বললেন,
- সব সময় ইয়ার্কি ভাল লাগে না কল্যাণ বাবু I রাতে ঘোড়াগাড়ি করে ফিরব...কী বলতে চাও ?

রাগ হওয়াটা স্বাভাবিক । কিছুদিন আগে পাড়ারই কেউ একজন ওঁকে 'আপনার ছেলেমেয়ে ক'টি না জিজ্ঞাসা করে দুম করে বলে ফেলেছিলেন, 
- আপনার ***** ক'টি ?
-----------------------------------------------------------------------------------
Contributed by: Kalyan Kumar Basu in WaaS / 11 July 2015

No comments: