|| পেটুক সভা ||
পেটুক সভার সভ্য মোরা, পেট আমাদের পূজ্য,
পেট দেবতার পূজায় জোটাই নিত্য নতুন ভোজ্য ;
বিরিয়ানির সন্ধানে যাই, রয়াল হোটেল লক্ষ্য,
আমিনিয়া রেস্তরাঁতে মটন চিকেন চাঁপ ভক্ষ্য |
সাবির-এ পাই রেজালা, যার স্বাদ অতি মধুর,
গোলবাড়ির কশা মাংস, মন করে বিধুর |
মিত্র কাফে, দিলখুশা - এরা কবিরাজি কাটলেট স্রস্টা,
ছোটোখাটো পাড়ার যত দোকান, তাদের বা কি দোষটা ?
চৌরঙ্গীর অনাদি কেবিন করে মোগলাই পরোটা,
মির্জাপুরের পুঁটিরাম মোদক বানায় ঢাকাই পরোটা |
সাঙ্গুভ্যালি, রাদুর দোকান, করে চপ, কাটলেট, চা ;
জিহ্বা মোহন স্বাদে তাদের তুলনা পাই না |
নিজাম, নবাব, কারকো আবার রোল বানানোর জাদুকর,
শহর জুড়িয়া আছে কত শত ছানা ও সন্দেশের কারিগর |
নকুড়, দ্বারিক, ভীম নাগ, বাঞ্ছারাম, সেন মহাশয়,
গোকুল, গুপ্তা, হলদিরাম, গাঙ্গুরাম-- পেটে আর কত সয় ?
পেটুক জনের সভার মাঝে এই শুধু নিবেদন,
মাঝে মাঝেই পেটের পূজার করুন আয়োজন |
খাওয়া-দাওয়ার সঙ্গে থাকুক আড্ডা এবং গল্প,
রসিক জনের সঙ্গ পাওয়ার মূল্য তো নয় অল্প |
------------------------------------------------------------------------------------
Contributed by: Sarbanidas Roy in WaaS / 30 June 2015
No comments:
Post a Comment