---------------- উজ্জ্বল সেনগুপ্ত সংকলন – জুন, ২০১৫ ----------------
|| স্মৃতি, তুমি বেদনার ||
প্রথম দিনের প্রথম সে দেখা –
স্মৃতিতে আছে অমলিন লেখা –
তা কি কভু যায় ভোলা ?
লজ্জা-জড়ানো চকিত চাহনি,
সুকাজল কেশে দুইটি বিনুনি –
হৃদে তারা দেয় দোলা !
আলাপনের ইচ্ছাতে বঁধু,
কহিতে চাহিল এইটুকু শুধু –
কিছু বলো, কিছু শুনি ।
আমিও তখন ছিনু বাকহারা,
কারা মোরে যেন দেছিলো পাহারা !
পলেতে বছর গুনি !
চারিপাশে কত শত কোলাহল,
হৃদয়-মাঝারে মত্ত মাদল –
বাসনা জাগিলো চিতে –
চাহিলাম তারে জানিতে গভীরে
নির্জন কোন নিভৃত বাসরে –
প্রেম উজাড়িয়া দিতে !
অধর দু’খানি রসে থরো-থরো,
প্রাণ-পাখি প্রায় মরো মরো মরো –
এ যেন দিবা-স্বপন !
নিলাজ দোঁহেতে এক তনু-মন,
সময় বহিয়া যায় অনুক্ষণ –
শ্বাস বহে ঘন ঘন !
প্রথম মিলন প্রথম দেখায়,
মিলে-মিশে ওই শারীর-রেখায় –
ভুলে যাই তা কেমনে ?
বিদায়বেলায় হিয়া থরো-থর -
আজিও স্মরণে ওঠে কত ঝড়,
স্বপনে ও জাগরণে !!
- ১২ই জুন, ২০১৫
---------------------------------------------------------------------------------
|| ভাবনা ||
এ যে দেখি মহাবিপদ,
ভেবে ভেবে হচ্ছি সারা,
ভাবছি, কেবল যাচ্ছি ভেবে
ভাবনা যত লক্ষ্মীছাড়া !
ভেবেছিলাম সকালবেলা
করবো উঠে বাজারটা -
ঘুম ভাঙতেই চক্ষু চড়ক,
কাজ জুটেছে হাজারটা !
দুধটা আনা, কয়লা কেনা
করবে এ সব অন্য জনে -
রোজের পড়া হয়নি শেখা,
ভাবছি যে তাই মনে মনে !
ইস্কুলেতে বকুনিটা
আমার হয়ে কেউ কি খাবে ?
একটা কাজও করবো না,
তা বুঝছে কি কেউ হাবেভাবে ?
এতো কেন ভাবনা আমার ?
হাতের কাছে নেই কি কাজ ?
কোনটা ছেড়ে কোনটা করি,
সেই ভাবনাই ভাবছি আজ ।
যতই ভাবি, ততই দেখি,
ভাবনাগুলো যাচ্ছে বেড়ে -
আবার ভাবি, ভাবনাগুলো
কেমন করে ফেলবো ঝেড়ে !
এতো ভাবাভাবির দলে
ঘুম নেমেছে দু'চোখ জোড়া -
একটাই পথ দেখছি খোলা,
নির্ভাবনায় ঘুমিয়ে পড়া !
রচনাকাল – ১৯৬২ / পরিমার্জিত ২৩ জুন ২০১৫
----------------------------------------------------------------------------------------------
Contributed by: Ujjwal Sengupta in WaaS / June 2015
No comments:
Post a Comment