"); -->

Jun 30, 2015

সুদীপ রায় সংকলন – জুন

---------------- সুদীপ রায় সংকলন – জুন, ২০১৫ ----------------


|| সেই মেয়েটির চোখ ||


নদীর বুকে স্রোত, 
ভাসছে স্রোতে চোখ । 
চোখের পাতায় আদর ছড়ায়
দুষ্টু কিছু লোক ।

ভালোবাসার আজান
দুষ্টু লোকের ঠোঁটে ।
মাঝ দুপুরে দুপুর হারায়
কালবোশেখি ছোটে ।

দৌড়ে আসে চলে
গ্রামের মানুষ জনে ।
আকাশ ভেঙে বৃষ্টি নামে
মনখারাপের বনে ।

মনখারাপের বনে, 
ভিজছে দুষ্টু লোক ।
নদীর বুকে ভাসছে এখন
সেই মেয়েটির চোখ । 

আহা ... সেই মেয়েটির চোখ,
ভাসে সেই মেয়েটির চোখ ।

- ২১ জুন ২০১৫ 
------------------------------------------------------------------------

|| যুবক বেলার স্মৃতি ||


পলিমাটির মুখ, 
দুখের নদীর জলস্রোতে 
রোজ ভেঙে যায় বুক ।

পাথরচাপা মন,
রাত বিরেতে দুচোখ কাকে 
খোঁজে সারাক্ষণ ।

যুবক বেলার স্মৃতি,
ও মুখ, সে মুখ ... হাজার ভিড়ে
ভালোবাসার ইতি ।

সুখ-স্মৃতির ঝোলা,
শূন্য এখন, তাইতো ঘরের
দরজা রাখি খোলা ।

দুঃখ বিলাস সুখে,
আকাশ ভেঙে বর্ষা নামে
সোহাগ ভরে বুকে ।

- ২৩ জুন ২০১৫ 
------------------------------------------------------------------------

|| আবহমান ||


জ্বলছে আলো, গলছে মন, 
ঠোঁট দুটি তার ... কি আহবান । 
দেয়াল ভেঙ্গে সাঁঝের বাতি
আবহমান ... আবহমান ।

বরষা এলো আকাশ জুড়ে, 
ভিজছে শ্রাবণ, ভিজছে মন
ভালোবাসার উথালপাতাল, 
আঁধার ছড়ায় ইচ্ছে বন ।

বন্ধ দুয়ার, নিভল আলো, 
নিষেধ বেড়ায় পড়ল টান । 
হাজার বছর, গল্প একই, 
আবহমান ... আবহমান ।

- ২৫ জুন ২০১৫ 
------------------------------------------------------------------------

|| উপকথাগুলো ||


এ বয়েসে ... বায়োডেটা যেন ন্যাতানো রুমাল I 
বি.ই,  এম.বি.এ ... ওসব এখন 
নিরর্থক শব্দের পাহাড় । জঞ্জাল সেসব । 
আজকাল রোদ পড়ে থাকে হলুদ ঘাসেতে । 
বহুদিন সে ঘাসেতে হাঁটি নি কখনো,
তবু ওরা ভেসে থাকে হয়তো কোথাও ।
নস্টালজিয়া ... তবু ষাট দশকের 
সেই সব বিপন্ন প্রহর, সেইসব গলিপথ
আমার শরীর ছুঁয়ে ... দেশান্তরে যায় । 
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় কথারা আমার ।
শুধু উপকথাগুলো ... তাকায় এ ওর দিকে
দিনশেষে বেঁচে থাকে এখানে সেখানে ।
যাই ... উপকথা দিয়ে দিন শুরু করি ।

- ২৯ জুন ২০১৫ 

------------------------------------------------------------------------
Contributed by: Sudip Roy in WaaS / June 2015

No comments: