।। ভাইঝি সমাচার ।।
কলিকাতা কাকাদিগের, বাংলা হল পিসির
ভাইপো এবং ভাইঝি সকল দুধের বোতল শিশির ।
এরা সবাই এ্যাডাল্ট তবে পিসির কাছে শিশু
রাত্রে অবাধ বোতল সেবন এবং কাঁথায় হিসু !
‘লাই’ বিষয়ক সেন্স থাকলেই লাইসেন্স পায় তারা
বেলতলাতে সবাই ন্যাড়া, নেই কোনো পাহারা ।
পুলিশগুলো বড্ড ফুলিশ, বয়স মানছে না
কারা কারা কাকার পিসির সেটাই জানছে না ।
পান্ডে সাহেব কনিষ্ঠ-বল, ভুল করে কেস দিলেন
এই গরমে তুষারদেশে ট্যুরের টোপটি নিলেন ।
পৌরসভা যতই ঢোকান কলিকাতার খোলে
রাস্তাঘাটে নবাব-লাটে দিনরাত্তির দোলে ,
কাকার পিসির কোলে !!!
----------------------------------------------------------------------------------
Contributed by: Subho Joardar in WaaS / 27 May 2015
No comments:
Post a Comment