"); -->

May 17, 2015

ষাট-ঊর্ধ্ব ঘোড়াদের ঘোরা-ঘুরি

|| ষাট-ঊর্ধ্ব ঘোড়াদের ঘোরা-ঘুরি ||


মোহিনের ঘোড়া নয়, ঘোড়াগুলি সুদীপের ।
ঘুরে ঘুরে বেড়ানোর জায়গা তো আছে ঢের ।
ষাট পেরোনোর দল খুঁজে খুঁজে ফেরে ।
বেড়ানোর জায়গা নিকটে ও দূরে ।
ভ্রমণে প্রকাশ পায় বাংলার রূপ ।
নদীনালা, গাছপালা, ছায়া আর ধূপ ।
কুঁড়েঘর, রাজবাড়ি, পুরানো মন্দির ।
দেখবার কত কিছু করে আছে ভিড় ।
কখনো লঞ্চে করে নদীতে ভ্রমণ ।
কখনো বা ভ্যানে চেপে গমনাগমন ।
এরই মাঝে খাওয়া দাওয়া যেখানে যা পাওয়া ।
ডাল, ভাত, মুরগির চেনা স্বাদ নেওয়া ।
রুইমাছ, কাতলা, ভেটকি, পারশে ।
গলদা চিংড়ি আছে সঙ্গে সরষে ।
কখনো বা ঘিও পাই , কখনো বা দই ।
তেলেভাজা যদি জোটে তবে তাও সই ।
প্রাতরাশে সবজির সাথে হয় লুচি ।
অথবা টোস্ট ও ডিম যার অভিরুচি ।
সন্ধ্যায় মন চায় হুইস্কি বা রাম ।
সঙ্গেতে ভাজাভুজি নেইকো বিরাম ।
সন্ধ্যার মজলিসে হয় গান-বাজনা ।
এত আছে প্রতিভা নাহি ছিল জানা ।
এইভাবে কেটে যায় ছুটির দুদিন ।
অনাবিল খুশি, কিন্তু নারী সঙ্গহীন ।
এইবার এ অভাব মেটাতেই চাই ।
বাগনানে পিকনিক করা হবে তাই ।
আশা আছে আসবেন সব পত্নী ও পতি ।
সবে মিলে নদীকূলে মজা হবে অতি ।
ষাট-ঊর্ধ্ব দলের কথা অমৃত সমান ।
সর্বাণীদাস রায় ভনে, শুনে পুণ্যবান ।।

--------------------------------------------------------------------------------
Contributed by: Sarbanidas Roy in WaaS / 17 May 2015

No comments: