"); -->

May 10, 2015

মাদার্স ডে

|| মাদার্স ডে ||


(বেশ কয়েক বছর আগে এক বৃদ্ধাশ্রম ঘুরে এসে এই কাল্পনিক পত্রটি লিখেছিলাম এক বুক ব্যথা নিয়ে, সেই ব্যথা আজও মনের কোণে বাসা বেঁধে আছে । কাউকে আঘাত দেবার উদ্দেশ্য নয়, আয়নার সামনে আত্ম-স্বীকারোক্তি আজকের সমাজের ।)

স্নেহের খোকা,

দুপুরে কুরিয়ারের লোক এসে একটা প্যাকেট দিয়ে গেল | প্রেরকের নাম তোমার দেখে অবাক হলাম | ভেতরে সাজানো কিছু খাবার, কিছু প্রসাধন | আজ নাকি মাদার্স ডে, তাই মাকে কটা সামগ্রী পাঠিয়েছ | আজ নাকি মাকে মনে করার দিন, ভাগ্যিস এই মাদার্স ডের প্রচলন হয়েছে, নয়তো ৩৬৫ দিনের মতো জানলার গরাদ ধরে আকাশ দেখতে দেখতে কবে যে আকাশের তারা হয়ে যাব, তাই ভাবতাম | আমাদের এই বৃদ্ধাশ্রমে নানা ভাষা নানা মত, তবু বিবিধের মাঝে মিলন সত্যিই মহান | গত সপ্তাহে এমিলির ছেলে বিরাট এক কেক পাঠিয়েছিল, তার নাকি প্রমোশন হয়েছে | নুসরত রোজ তার বৌমার হাতের বিরিয়ানি রান্নার গল্প করে শুকনো রুটি ভেজাতে ভেজাতে | যাক সেসব কথা, তোমরা ভালো থেকো | দাদুভাইকে জানিও আমার অনেক ভালবাসা |

ইতি – মা

পুনশ্চ: বৌমাকে বোলো আমি ভালবাসি বলে নিজের হাতে তৈরি যে চালতার আচার আমায় পাঠিয়েছে মনে করে, তার জন্যে আমার চোখে জল এসে গেছে, আর সেই জলে আমি আচারের শিশির তলায় দামের লেবেলটা তুলে ফেলেছি |

------------------------------------------------------------------------------------------------
Contributed by: Siddhartha Chakraborty in WaaS / 10 May 2015

No comments: