|| পরিবর্তন ||
পালটাতে যদি চাও,
আগে নিজেকে পালটে নাও |
নইলে কিছুই হবে না, হবে না,
রাজারা আসবে, রাজা চলে যাবে
যে তিমিরে সেই তিমিরে থাকবে
এগুবে না এক পাও |
আগে নিজেকে পালটে নাও ||
নীতি বিরুদ্ধ স্রোতের পক্ষে,
ভেসে যায় যারা নদীর বক্ষে
‘তুমি কুচিপুডি, আমি কথাকলি’
এই বলে যারা মাতায় লোককে
তাদের কে ভুলে যাও |
আর নিজেকে সমঝে নাও ||
হুজুগের টানে ছুটে যায় যারা
বাজিয়ে বেড়ায় এ পাড়া ও পাড়া
বিজয় মিছিলে, কাড়া বা নাকাড়া –
কোন কিছুতেই জড়াবার আগে,
বারে বারে ভেবে নাও,
তুমি একটু গভীরে যাও ||
পরিবর্তন যদি চাও
তুমি আমূল পালটে যাও ||
-------------------------------------------------------------------------------------------
Contributed by: Sankar Bhattacharyya in WaaS / 09 May 2015
No comments:
Post a Comment