|| সকাল – বিকাল ||
সাতসকালে গিন্নি বলেন,
শুনুন মশাই কর্তা,
বসে বসে ফেবু ভাজেন,
আমি হলেম ভর্তা ।
ঘেমে নেয়ে একশা হলেম,
তোমার তাতে কি ?
কর্তা ভাবেন মনে মনে,
চুপটি করেই থাকি ।
সন্ধ্যে হতেই বউরানীটির
দেখো অন্যরূপ,
ঝগড়াঝাঁটি থামিয়ে দিয়ে
এক্কেবারে চুপ ।
ব্যাপারটা তো বুঝছ সবাই
সকাল বেলায় ঝি,
কোথায় যেন পালিয়ে বেড়ায়
কাজে আসে নি ।
-----------------------------------------------------------------------------
Contributed by: Dipankar Nath in WaaS / 25 march 2015
No comments:
Post a Comment