"); -->

Mar 21, 2015

আমার প্রতিবাদ

|| আমার প্রতিবাদ ||


ঘুমের পরী রাতের বেলা
ঘুম ছড়িয়ে দিচ্ছিল,
হাওয়ায় ভেসে মানুষগুলো
ঘুমের দেশে যাচ্ছিল ।
কেউ দেখেনি, নরখাদক
চুপি চুপি হাসছিল ।
গভীর হলে রাতের কালো,
তালা ভাঙার পণ ছিল ।
শিক্ষা বাড়ির স্তম্ভগুলো
রাগে ভয়ে কাঁপছিল ।
লুঠতরাজের অট্টহাসি
দেয়াল বুঝি ভাঙছিল,
নিয়ম নীতির জারিজুরি
যন্ত্রণাতে কাঁদছিল ।
ওই মহিলা শুদ্ধ কায়া
মমতায় তার ধার ছিল,
শিশুতে আর যিশুতে তার
অপার বিশ্বাস ছিল ।
সারা জীবন শিশুর প্রাণে
আলো জ্বালাই কাজ ছিল ।
শক্ত নিয়ম, সৎ আলাপন
এই বুঝি তার ভুল ছিল ।
নরখাদক শিক্ষাগুরুর
শরীর জুড়ে বিষ দিলো ।
থাবায় অসাড় মাতৃসমা –
বয়স কি তার কম ছিল ?
রক্ত জোয়ার পাগল করা
শিক্ষার প্রতিদান ছিল ?
বৃদ্ধা তিনি সন্ন্যাসিনী
জীবন যে তার সব নিলো ।
শিক্ষা গেল রক্তে ডুবে
মানুষ-পশু এক হল ।
মায়ের আঁচল রক্তক্ষত
মেয়ে হওয়াটাই ভুল ছিল ।।


-----------------------------------------------------------------------------------------------
Contributed by Rudra Roychoudhury in WaaS / 21 March 2015

No comments: