"); -->

Mar 17, 2015

হাজার তারার আলো

|| হাজার তারার আলো ||


চুপি চুপি বলছি তোমায়, শোনো -
মেঘলা দেখে মান কোরো না যেন ।
জ্বলছে প্রদীপ মিটমিটয়ে রাতে ,
মেঘ সরালেই দেখবে আলো তাতে ।
একলা প্রদীপ, সঙ্গে নিয়ে আলো ,
বলছে বুঝি - " জ্বালো সবাই জ্বলো ।"
রাত্রি কাঁদে, হিংস্র আঁধার হানায়,
ঝড়ের বেশে পিশাচ হয়ে ঘনায় ।
আঁধার ঝড়েও জ্বলছে প্রদীপ আশায়,
আলোর বন্যা কখন এসে ভাসায় ।
এবার তবে হাজার তারার পালা,
একলা প্রদীপ প'রবে আলোর মালা ।
ভাঙ্গবে এবার মনের আঁধার-কারা,
জ্বালতে আলো আসছে হাজার তারা ।।

------------------------------------------------------------------
Contributed by: Kamal Sengupta in WaaS / 17 March 2015

No comments: