"); -->

Mar 11, 2015

মোবাইলেই সমাধান

|| মোবাইলেই সমাধান ||


গরু নাকি রুটি খাবে
ভ্যাবলাকে বলল,
ডানপিটে ভ্যাবলা
রুটি নিয়ে চলল ।

তাড়াতাড়ি ভুলে গেছে
তরকারি আনতে,
মোবাইলে রিং করে
হবে তবে জানতে ।

“হ্যালো হ্যালো মাম নাকি
ঠিক তুমি শুনছ ?
রুটি আছে কারি নাই
ঠিক তবে বলছ ?”

শীতকালে সাতটা
মা তখন রান্নায়,
বাবা যাবে অফিসে
মা ভাসে কান্নায় ।

ভাত ডাল মাছভাজা
দিতে হবে টিফিনও,
দুই হাতে দশভুজা
হবে ভাই বনতেও ।

“কারি নাই হাঁড়ি আছে
খালি শুধু ফিং ফাং,”
মা বলে ভ্যাবলাকে
হয়ে গিয়ে রেগে টং ।

রেগে গিয়ে ভ্যাবলা
মোবাইল ছুঁড়ে দেয়,
গরুটি চালাক খুব
টুক করে লুফে নেয় ।
“হ্যালো হ্যালো রেস্তোরাঁ,
শোন কথা দরকারি,
রুটি খাব গোটা দুই
আছে কিছু তরকারি ?”

---------------------------------------------------------------------------------------------
Contributed by: Arun Chattpoadhyay in WaaS / 11 March 2015

No comments: