|| গিন্নি আমার ||
ভোজন রসিক গিন্নি আমার রাঁধতে ভালবাসেন না
জানেন দাদা, আমার বৌয়ের রান্নাটা ঠিক আসে না |
যেমন ধরুন সকাল বেলায়
পাউরুটি ডিম দিয়েই চালায়,
তার পরেতে থেকে থেকে
ওয়াল ক্লক আর রাস্তা দেখে,
রান্নার লোক না আসা তক টিভির কাছেও বসে না
জানেন দাদা, আমার বৌয়ের রান্নাটা ঠিক আসে না |
সবাই মিলে চিন্তা করে ঠিক হল গে শেষটায়
ডেলিভারি আসবে খাবার দুপুর বেলা একটায় |
সন্ধেবেলায় খোশ মেজাজে
গিন্নি আমার দারুণ সাজে,
গাড়ি করে ডেইলি রাতে
বেরোই খেতে রেস্তোরাঁতে,
ইদানীং আর রান্না ঘরের ধরে কাছেই ঘেঁষে না
জানেন দাদা, আমার বৌয়ের রান্নাটা ঠিক আসে না |
রান্নার লোক না এলে তো ঘটবে সে এক ঘটনা
ভয়ে কাঁটা বাচ্চা দুটো আমায় ছেড়ে নড়ে না |
হাঁড়ি মুখ গ্যাস জ্বালিয়ে
কড়াইয়ে দেব তেল চাপিয়ে,
শেষমেশ যা তৈরি হবে
আতঙ্ক হয় সেটা ভেবে,
খাওয়ার ভয়ে বাচ্চা দুটো টেবিলে আর বসে না
জানেন দাদা, আমার বৌয়ের রান্নাটা ঠিক আসে না |
----------------------------------------------------------------------
Contributed by: Arabinda Ghosh / 21 February 2015
No comments:
Post a Comment