|| কলকাতার সরকারি বাস ||
প্রথম যখন কলকাতায় আসি (১৯৫৮) তখন ছিলাম নিউ আলিপুর এ – সরকারি বাস চলতো 7 ও 14, যার কোনটিই এখন চলে না । 2, 2B, 5 ও 6 থাকলেও, 4 নম্বর রুটের বাস বহু দিন হল নেই । 3 নম্বরও নেই । ১৯৬১ তে 3A ও 3B সরকারি হয়ে গেলেও 3B আবার বেসরকারি হয়ে গেল । 8, 8B ও 9 দেখা যায়ে না । 10 ও 11নম্বর রুটের কি হাল জানা নেই ।
12C প্রথমে বেসরকারি থেকে সরকারি হল আবার ১৯৬৬ তে বেসরকারি ; চালু হোলো 12D । 15 ও 16 ও বিদায় নিলো । 30B ও 32 এখন বেসরকারি । 33 ও 34 খুবই কম । 35, 35A,36 ও 38 সকলের অজান্তে মিলিয়ে গেল ।
৭০ এ মুক্তির দশকে পথে নামলো Lবাস – ৫ পয়সা বেশী ভাড়া; সেই সঙ্গে কিছু নতুন রুট – L3E, L4A, L4B, L7A, L7B, L9A, L14A, L14B,L19,L20, L31, L75A ; এসে গেল Deluxe (D) বাস, পরে ওগুলি কে S(Special) করে দেওয়া হল এবং অনেক নতুন রুটে চালু করা হল । এসে গেল সবুজ রঙের দূরপাল্লার বাস । পরে ১৯৮৭ তে এলো DS বাস (District Special – এখন নেই ) ।
৬০ এর দশকের শেষের দিকে CSTC তে মনে হয় কোন কবি দায়িত্ব পেয়েছিলেন – কিছু Special Route এর বাস কে নানারকম নাম দিয়ে চালানো হয় যেমন :- ত্রিতলিকা (Double-decker Trailer Bus), বেগবতী, বায়ুগতি, বিদ্যুন্মালা, দ্রুত যানা, চলোরমিকা, দীঘাচরী, দীগন্তিকা, দিগবলাকা, দিকবলয়া ইত্যাদি ।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে “ ছাই রঙের “ সরকারি বাস আর দেখা যায় না, এখন ঘন ঘন রঙ পালটে নানা রকম নাম ( E, W, GL, VS ) নিয়ে অনেক সরকারি বাস পথে নেমেছে । CSTC’র পাশাপাশি এখন CTC, NBSTC, WBSTC ও SBSTC (আগে যেটি DSTS ছিল )’র বাস ও কলকাতার পথে চলছে । মনে রয়ে গেছে পার করে আসা দিনগুলির কথা ।
N.B. – এখানে শুধুমাত্র পুরনো দিনের CSTC বাসগুলির কথা উল্লেখ করলাম, তবে 24 & 28 নম্বর বাস দু’টির ব্যাপারে একটু ধন্দে রয়েছি তাই লিখি নি । এখন “ L “ বাস দেখি না ।
-----------------------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Kumar Dutta in WaaS / 15 February 2015
No comments:
Post a Comment