|| গণেশ ঠাকুরের 'দুধ' খাওয়ার উৎসব ||
একুশ তারিখ সকাল বেলা - রটল যে ভাই আজব খবর -
গণেশ দাদা খাচ্ছে যে 'দুধ' - মাতল তাতে গোটা শহর ।
দুধ ভরতি চামচ নিয়ে শুঁড়ের কাছে ধরলে পরে -
চুকচুকিয়ে চামচ খালি - মাত্র মিনিট দুয়েক করে ।
ফুটপাতেতে, গাছতলাতে, কিম্বা পাড়ার মোড়ের মাথায়,
মন্দিরে সব পড়লো লাইন - সারা পাড়ার সবাই সেথায় ।
অফিস থেকে পালিয়ে এসে - লোকে এলো লাইন দিতে ,
ভাঁড়ে করে 'দুধ' আনে কেউ - কেউ বা আসে ঘটী হাতে ।
পাড়ায় পাড়ায় মস্তানেরা - লাঠি হাতে দাঁড়িয়ে গেলো,
পাঁচ টাকাতে এক ভাঁড় 'দুধ' - গোয়ালারাও কামিয়ে নিলো ।
পাড়ার যতো মা-বোনেরা - এলো সবাই লাইন দিতে ,
রান্না বান্না শিকেয় তুলে - খাওয়াতে 'দুধ' নিজের হাতে ।
বুড়ো,বুড়ি,বাচ্চা,কাচ্চা - জুটল এসে হাজার হাজার ,
সাংবাদিকের ছোটা ছুটি - সঙ্গে ছোটে ফটোগ্রাফার ।
পুলিশ এলো দায় ঠেকাতে - শান্তি রক্ষা করতে হবে ,
এত লোকের ভিড় হয়েছে - চোর ছ্যাঁচোর তো কিছু যাবে ।
মন্ত্রী, আমলা, বিচারপতি, গরীবলোক ও কোটিপতি ,
সবাই ছোটে 'দুধ' খাওয়াতে - সিদ্ধি দেবেন - 'গণপতি' ।
মন্দিরেরই নালা বেয়ে - দুধ গড়িয়ে বাইরে এলো,
বিকেল বেলায় 'দুধের' কিলো - 'আড়াইশো' তে পৌঁছে গেলো ।
লক্ষ শিশুর মুখের 'দুধ' যে গড়িয়ে গেল নর্দমাতে -
হাসপাতালের 'রুগীরা কেউ পেলো না 'দুধ' সে দিন রাতে ।
যুক্তিবাদী বিজ্ঞানীরা - এগিয়ে এলো বাধা দিতে ,
ভক্ত দেরই তাড়া খেয়ে - পালিয়ে গেলো প্রাণটি হাতে ।
সেনাপতি সেলুকাসকে - আলেকজান্ডার বলেছিল -
"কি বিচিত্র এই দেশ" - কথাটাই সত্য বলে প্রমাণ হ'ল ।
একদিনেরই হুজুগেতে - হ'ল যে কাত সারা ভারত ,
রেডিও, টিভি করলো প্রচার - অবাক হল 'বিশ্ব জগত' ।
পরের দিনে কাগজ পড়ে - সবাই এবার শান্ত হ'ল ,
হুজুগ করার ফল কি ভীষণ - এই ঘটনাই শিক্ষা দিল ।।
দেবকিশোর চক্রবর্তী / ২১-০৯-১৯৯৫
----------------------------------------------------------------------------
Contributed by Debkisor Chakrabarti / 21 January 2015
No comments:
Post a Comment