|| পেঁয়াজী ||
বাড়িতে এক পিস পেঁয়াজ নেই, গুতুনি খেয়ে ব্যাগ ছাড়াই বাজারে গেলুম পেঁয়াজ আনতে, বেশী কিনতে পারবো না যা হবে দু পকেটেই ঢুকিয়ে নেবো । যদিও পকেটে ঢোকানর পর প্যান্ট যে রকম আকৃতি নেবে তাতে একটু দৃষ্টিকটু লাগবে তা আর কি করা । পেঁয়াজওয়ালা সামনে তিনটে ঝাঁকাতে পদ্মফুলের পাপড়ির মতো পেঁয়াজ সাজিয়ে বসে আছে, উপর থেকে যে লাইট নেমেছে তাতে লাল সেলফেন জড়ানো তাতে পেঁয়াজ কে আরও মায়াবী লাগছে । সেই রূপকথার মতো, সামনে আছে, কিন্তু ছুঁতে পারছি না । পেঁয়াজের আবার ভাগ আছে , তিনটে ঝাঁকায় পেঁয়াজ আলাদা করে রাখা আছে আলিয়া, কারিনা আর মুনমুন । আলিয়া হচ্ছে বেশ ডাগরডোগর চকচক করছে - এক দাম ৮০ টাকা কেজি, নিতে হলে নিন না হলে অন্য দিকে চোখ দিন । কারিনা - একটু পুরনো ,গায়ে অল্পস্বল্প কালো ছোপ আছে ৬৫-৭০ টাকা কেজি, খারাপ হবে না । শেষে মুনমুন আছে পেঁয়াজের গায়ে খোসাগুলো আঁচলের মতো খসে পরছে । আকৃতিও বেঢপ, গায়ে ভর্তি কালো কালো ছোপ । সামনে দাঁড়িয়ে শক্তি বাবুর কবিতা মনে পড়ে গেল
ভাবছি, পেঁয়াজ না কেনাই ভালো ।
এতো পেঁয়াজ খেয়েছি দু হাতে
এতকাল ধরে !
কখনো ভাবিনি এমন করে, কখনো ভাবিনি ।
এখন পেঁয়াজের দোকানের সামনে দাঁড়ালে
দোকানদার ডাকে: আয় আয় আয়
এখন পকেটের ভেতরে হাত ঢোকালে
মানিব্যাগ ডাকে: হায় হায়
কিনতেই পারি
যে-কোন সময় আমি পেঁয়াজ কিনতে পারি
কিন্তু, কেন কিনবো ?
একটা পেঁয়াজ ধরে একটি চুমো খাবো
কিনবো
কিন্তু, এখনি কিনবো না
হাত জ্বালাবো না অসময়ে ।
যতোই মনে মনে এই কবিতা বলি, শেষে ৫০০ গ্রাম মুনমুন নিয়ে বাড়ি ফিরলাম ।
এরপর একজন কমেন্ট দিলেন - তিনটে মিলিয়ে 500 গ্রাম কিনলেই তো ভালো হত ।
---------------------------------------------------------------------------------------------------
Contributed by Jayanta Chatterjee in WaaS / 28 August 2015
No comments:
Post a Comment