|| ফেসবুকের বন্ধু ||
ফেসবুক সম্বন্ধে আগে আমার কোনও ধারনা ছিল না । সবার মুখে কথাটি শুনতাম । ২০১২ তে আমার ছেলের এক বন্ধু আমার নামে একাউন্টটি খুলে দিয়ে বলে যায় - " কাকু দেখেশুনে ফ্রেন্ড রিকোয়েস্ট স্বীকার করবেন, অনেক উল্টোপাল্টা লোক এসে যায় । (তারা কি করবে ?) আজেবাজে কমেন্ট দিয়ে দেয় । যাই হোক প্রথমে পরিচিত ৫/৬ জনকে নিয়ে আরম্ভ করতেই এক সপ্তাহে সংখ্যাটা ৪৬ হয়ে যায় সেই সঙ্গে ব্যাপক হারে লাইক / কমেন্ট পড়তে থাকে, ও ঘন ঘন ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে । একটা চাপা অহংকার - আমার রেশন কার্ডের ছবি পোস্ট করলেও অনেক "লাইক" পড়বে ।
এই অহংকার বেশীদিন টিকলো না । একটি কমবয়সী ছেলে লিখে বসল - "হাই কমল; আমি প্রেমে পড়েছি , কি করবো বলে দাও" - লজ্জায় কান লাল হয়ে গেল (মনে মনে বলি - গলায় দড়ি দাও) । কাট্ (তাকে ব্লক করলাম) । শেয়ার বাজারের মতো ওঠা নামা করতে করতে সংখ্যাটা (F/List) ১২০ ছাড়িয়ে গেল চার মাসের মধ্যে । এর পর একটি কলেজে পড়া মেয়ে লিখে বসল – “হাই হ্যান্ডসাম !” (মনে মনে একটি পুরানো বাংলা ছবির ডায়লগ আউড়তে থাকি - আঃ মোলো যা, কিছুই কি আর জুটল না , শেষে কিনা একটা ঘাটের মড়া বুড়ো কে পেয়ে ... ।)
ভাইপো এসেছে ছুটিতে; তাকে বললাম আমার একটা ছবি তুলে দিতে, দেখতে যেন 'বুড়ো বুড়ো' লাগে । গোঁফে - মাথায় পাউডার লাগিয়ে ছবি তুলে পোস্ট করলাম , ভাবছি এইবার বুড়ো কে কেউ জ্বালাবে না । ওহ:! Nice, You're looking so young! Fantastic! বয়স অনেক কমে গেছে ... নানা রকম কমেন্ট ও ২ ঘণ্টার মধ্যে ৫০এর বেশী "লাইক" । এই ছবিতে আমি লুঙ্গি পরা অবস্থায় ছিলাম । জাতীয় পোশাক পরা দেখে আনন্দে গদগদ হয়ে এক বাংলাদেশী বন্ধু ফোন (ISD) করে অভিনন্দন জানায় - "স্যর , আপোনি কি লুইঙ্গী পর্যানন ; সুইন্দর লাইগতাস্যে ...।"
মনে মনে ঠিক করলাম - এখন থেকে বাছাই করে করে মাথায় পাকা চুল , সাদা গোঁফদাড়ি দেখে বন্ধুত্ব করব । অনেকের আবার মাথায় চুল নেই আর দাড়িগোঁফ কামানো , তাই খুঁটিয়ে খুঁটিয়ে তাদের দেখতাম ।
মুম্বাইয়ের একটা গানের পেজে কুইজ কন্টেস্ট চলছে ; আমি ওখানে একটা গান পোস্ট করতে যাবো এমন সময় এক মাঝবয়সী মহিলা (অভিমান সহকারে) লিখছেন - "আপনি মোটেই আমাকে পছন্দ করেন না , আমার কথার উত্তর দেন না ...।" আমি তখন ওনাকে উত্তর দিতে গিয়ে ভুল করে ঐ গানটির লিঙ্ক পোস্ট করে ফেলি । সর্বনাশ ... কি করে ফেললাম ( কোনও উপায় নেই) ।
কিছুক্ষণের মধ্যেই উত্তর এলো - সব বুড়োগুলোই অসভ্য! আপনাকে আনফ্রেন্ড করছি
(যাক বাঁচা গেলো |)
আসলে ঐ গানটি ছিল - इतना ना मुझ से तू प्यार बढ़ा ...
-----------------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Kumar Dutta in WaaS / 18 June 2015
No comments:
Post a Comment