|| ভাষাঞ্জলি ||
পুষ্পাঞ্জলি, গীতাঞ্জলী, জলাঞ্জলি প্রভৃতি কথাগুলির সাথে আগেই পরিচয় ছিল, হালে এর সাথে যোগ হয়েছে "কথাঞ্জলি" । তবে ভাষাঞ্জলি লিখতে দোষ কোথায় ?
প্রসঙ্গত WaaS এ জানিয়ে রাখি আমি ইংরাজিতে খুবই কাঁচা । ৪০ বছর চটকল সংস্কৃতিতে কাটিয়ে আমি - I No Go Calcutta অথবা He Comed (Came নয়) এর সাথে বেশী পরিচিত বা অভ্যস্ত । তাই ইংরাজিতে লিখি না । কী লিখতে কী লিখে ফেলবো জানি না । এই প্রসঙ্গে একটি ঘটনার (৭০ দশকের মাঝামাঝি) কথা মনে পড়ে গেল, যেটি এক পাড়াতুতো দাদার কাছে শুনেছিলাম ; উনি ছিলেন হুগলী জেলার একটি বড় কারখানার ইঞ্জিনিয়ার । ওনারই পাশের ডিপার্টমেন্টে একটি সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলে জয়েন করেছে । খুবই করিতকর্মা ও পরিশ্রমী এবং তার Boss-এর খুবই প্রিয় । বছরের শেষে ইনক্রিমেন্টের আগে সবার মুখে মুখে শুধু তারই কথা - ও একাই এবার ফাটিয়ে দেবে, বাম্পার ইনক্রিমেন্ট । ফাটিয়ে অবশ্য দিয়েছিল - ইনক্রিমেন্ট ও প্রোমোশন বন্ধ । ছেলেটি রাগে দুঃখে ইস্তফা দিয়ে দেয়, কারোর অনুনয়-বিনয় শোনে নি । পরে খোঁজ নিয়ে দেখা যায় বছর শেষে তার সম্বন্ধে যে Confidential Report (CR) পাঠানো হয়েছিল, তাতে লেখা - He is a good boy, He works hardly ; বোঝো ঠ্যালা !
১৯৭০-এ অনুষ্ঠিত All India Vayu Saink Camp (Madras) এ পশ্চিমবাংলা থেকে ৩১ জন গিয়েছি (আমাদের WaaSএর বন্ধু সমীরণ বনিকও ছিলেন - ১৯৭১এর পর দেখা হয়নি, ৩ বছর আগে ফেসবুকে পেয়েছি ) । সেখানে সারা দেশ থেকে আসা NCC (Air Wings) Cadet দের সমাগম । শুরু হয় নিজ নিজ রাজ্য কে সমৃদ্ধশালী করার প্রতিযোগিতা, অর্থাৎ কারোর সুটকেসের তালা ভাঙ্গা, কিটস-ব্যাগের দড়ি কাটা (যা হয়ে থাকে) ; আমার একটি মগ চুরি যায়, তার বদলে আমার এক গোয়ার বন্ধুর Tent থেকে দুটো রংচটা এনামেলের থালা এনে আমাকে একটা দেয় । ওখানে এক ভিন রাজ্যের অফিসার আমাদের সাথে আলাপ করেন, ওনার নাকি বাংলা ভাষা শুনতে খুব ভালো লাগে - রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র তার খুব প্রিয় । উনি একদিন একটি চার অক্ষরের ( লেখা সম্ভব নয় ) বাংলা শব্দের অর্থ জানতে চান (অনেক বাঙ্গালির মুখে শুনেছেন) - শুনেই আক্কেল গুড়ুম, কী বলা যাবে ; বলে দিলাম - Thank You Very Much । কী আর করা যাবে !
পরের দিন আমাদের সঙ্গে যাওয়া অফিসারের সাথে উনি কথাবার্তা বলছেন, শেষে আমরা দেখি আমাদের অফিসারের মুখ লজ্জায় লাল । আমরা তৎক্ষণাৎ ওখান থেকে পালালাম ।
কথা থেকে কথাঞ্জলি ; ভাষা থেকে ভাষাঞ্জলি - ১৫ দিন ক্যাম্পে কাটানোর পর বন্ধুদের সাথে হৈ হৈ করতে করতে ফিরে এলাম কলকাতায় ।
----------------------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Kumar Dutta in WaaS / 12 June 2015
No comments:
Post a Comment