|| এক নম্বরের জন্যে ||
সে বেশ কয়েক বছর আগের কথা । দেবাশীষ মিত্রের সেই বছরের কয়েকটা মাস নানা প্রতিকূল আবহাওয়ার মধ্যে কাটাতে হয়েছিল । আর তারই জাঁতাকলে পড়ে দেবাশীষের ফুটফুটে মেয়েটা ক্লাস এইটের অঙ্ক পরীক্ষায় মাত্র এক নম্বরের জন্যে ফেল করল । ক্লাসে তুলল না । নাওয়া-খাওয়া বন্ধ করে মেয়েটা কেঁদেকেটে একসা । চুপি চুপি দেবাশীষ ছুটল স্কুলের সেক্রেটারির কাছে । অনুনয় করে বলে, স্যার আমার মেয়ে আপনাদের স্কুলে ক্লাস এইটের ছাত্রী । এবারের ফাইনাল পরীক্ষায় সব বিষয়ে প্রায় ৬৫% মার্কস পেয়েছে । কেবল অঙ্কে মাত্র এক নম্বরের জন্য পাশ-মার্ক পায়নি । আপনি যদি অনুগ্রহ করে ওকে ক্লাস নাইনে পড়ার সুযোগ করে দেন, তাহলে ওর একটা বছর আর নষ্ট হয় না ।
নানা কথার পর স্কুলের সেক্রেটারি বললেন, আমাদের স্কুলের একটা সম্মান আছে । আমি কোনভাবেই তা নষ্ট হতে দিতে পারি না । এরপর ক্লাস নাইন মানেই হায়ার ক্লাসের শুরু । ঠিক আছে, আপনি যখন দায়িত্ব নিয়ে বলছেন, আপনার মেয়ে আর খারাপ ফল করবে না, আর একটি মাত্র সাবজেক্ট অঙ্কতে পাশ-মার্ক না পাওয়ার জন্যে আমি ওকে এবারের মতো সুযোগ করে দিচ্ছি । তবে তার আগে আপনার মেয়ের সাথে কথা বলে নিতে চাই । কাল স্কুল টাইমে আপনার মেয়েকে দেখা করতে বলবেন ।
দেবাশীষ তো আনন্দে বাড়ি ফিরে আসে । মেয়েকে বলে, স্কুলের সেক্রেটারিকে বলে তোর পাশের ব্যবস্থা করে এলাম । তুই কাল স্কুলের টাইমে সেক্রেটারির সাথে দেখা করিস । উনি তোকে খালি দু-একটা কথা বলবেন ।
পরের দিন দেবাশীষের মেয়ে ভয়ে ভয়ে স্কুলের সেক্রেটারির অফিসের দরজায় হাজির ।
--“মে আই কাম ইন স্যার ?”
--এসো ।
--“স্যার”, দেবাশীষের মেয়ে ভয়ে আমতা আমতা করতে থাকে । “স্যার, মানে স্যার, আমি না স্যার এবছরে ম্যাথম্যাটিকসে এক নম্বরের জন্যে স্যার ...”
কথা শেষ হবার আগেই ধমক দিয়ে বলেন, “তার মানে । তোমার বাবা কাল এসে বলে গেলেন তুমি কেবলমাত্র একটা বিষয়, অঙ্কে ফেল করেছ, তাই আমি তোমায় সুযোগ দেব বলেছিলাম । আর আজ তুমি বলছ আবার ম্যাথম্যাটিকসেও ফেল করেছ । না না আমার পক্ষে দুটি বিষয়ে ফেল করা মেয়েকে পাশ করানো সম্ভব নয় । আমাদের স্কুলের একটা সম্মান আছে তো... তুমি আসতে পার । যাও ভালো করে মন দিয়ে লেখাপড়া করো |”
-----------------------------------------------------------------------------
Contributed by: Aloke Chowdhury in WaaS / 19 April 2015
No comments:
Post a Comment