"); -->

Apr 17, 2015

ফেলে আসা দিনগুলি

|| ফেলে আসা দিনগুলি ||


গত ৫ই এপ্রিল ২০১৫, আমরা মিলিত হয়েছিলাম বন্ধু অরবিন্দ ঘোষের এর বাড়িতে । একে একে পরিচয় হয় নতুন বন্ধুদের সঙ্গে । এমনি ভাবে একজন কে পেয়ে যাই যিনি আমার ১৯৬১ সালের অর্থাৎ ৫৪ বছর আগের সহপাঠী বন্ধুদের সঙ্গে পরিচিত ; তখন আমি খিদিরপুর একাডেমীতে পড়তাম এবং উনি ছিলেন আমার পরের ব্যাচের ছাত্র । সেইসময় এমনি একটি ঘটনা যেটি হয়তো ওনার, অর্থাৎ বুদ্ধদেব ঘোষ এরও মনে আছে ।

আমাদের সহপাঠী ‘ভুলু’ (কাল্পনিক নাম) একটু খ্যাপাটে; শিক্ষক মহলে খুব দুর্নাম । রোজই তাকে অকারণে নীল-ডাউন করানো হতো । একদিন ক্লাসে টিফিনের সময় সে ক্ষেপে গিয়ে আমাদের উপর স্যারের চেয়ার ছুঁড়ে মারে - দেয়ালে ধাক্কা লেগে চেয়ার ও জানালার একটি কাঁচ ভেঙ্গে যায় । খবরটি তৎক্ষণাৎ উপরে চলে যায় ।

হেডস্যার ছিলেন জিতেন বাবু - ভুলু কে বললেন, "বাবাকে নিয়ে এসো, নইলে স্কুল থেকে বার করে দেওয়া হবে ।" পরদিন ভুলু বাবা কে নিয়ে হাজির । হেডস্যারের কাছে সবকিছু শোনবার পর উনি বললেন – “ছেলেমানুষ ভুল করে ফেলেছে, এবারের মতো ক্ষমা করে দিন আর করবে না ।“

দুদিন পরের ঘটনা - এক ভদ্রলোক এসেছেন হেডস্যারের কাছে তার ছেলের খবর নিতে । দেখা গেল ইনিও ভুলুর বাবা । 
ভুলুকে ডাকা হলে ও অফিসে এসেই বাবাকে দেখে চিৎকার করে কেঁদে উঠল, সবাই ছুটে এলো । কি ব্যাপার ? ভুলু চিৎকার করে কাঁদছে আর বলছে - "স্যার, আমি সেদিন বাবা ভাড়া করে এনেছিলাম ।"
- “কোথা থেকে ?”
- “স্যার, রামকমল স্ট্রিট থেকে ... চার আনা দিয়ে ।“
ভুলুর বাবা স্তম্ভিত ও অপ্রস্তুত । হেডস্যারের হো … হো ! করে সে কী হাসি !
তারপর বেশ অনেকদিন ভুলু স্কুল আসেনি । 

বুদ্ধদেব ঘোষ কে দেখে সেই ৫৪ বছর আগে পৌঁছে গেলাম ।

--------------------------------------------------------------------------------
Contributed by: Kamal Kumar Dutta in WaaS / 17 April 2015

No comments: