"); -->

Mar 31, 2015

সুদীপ রায় সংকলন – মার্চ

------------------ সুদীপ রায় সংকলন – মার্চ, ২০১৫ ------------------



|| এভাবেই ||


এভাবেই নেমে যাক মানুষের মুখ জলের গভীরে । 
কানাচে কাঁপন লেগে আয়নার কাঁচে, 
থির থির উড়ে যাক উভলিঙ্গ কামনা বাসনা । 
লাল ঠোঁট আঁকা নীল চিঠি খুলে, 
মনে মনে হামি দিই তাকে ।
কে কার খবর রাখে আজকাল ?
সবে তো সপ্তাহ শুরু, 
খোঁয়াড়ের দরজাটা আলবৎ খোলা পাবো 
আজ রাতে । 

- ০৭ মার্চ ২০১৫ 

|| কবিতারা ||


কবিতারা আসে, কবিতারা ভাসে
কবিতারা পাশে অবকাশে । 
আমি বসে খুঁটে খাই কবিতার ছায়া
কবিতারা হাসে ... আমি পাশ ফিরে শুই ...
হারু সরকার ... দোকানের শাটার টানবে যখন
তখন তো রাত দুটো । 
খড়কুটো ... টেবিলেতে বাসি রুটি ...
দেড়শো টাকায় রোজ ...
কবিতাকে দিয়ে দিই ছুটি ।

- ১৯ মার্চ ২০১৫

|| পরের ধনে পোদ্দারি ||


মধ্যবিত্ত ভৃত্য যদিও
মেজাজ আমার জোতদারি ।
চাকরি খানায় গোড়ায় গলদ
ওবিডিয়েন্ট কলুর বলদ
ভাবটা দেখাই করছি যেন
খোদার ওপর খোদদারি ।
সবাই ভাবে অনেক টাকা
মাঝ মাসেতেই পকেট ফাঁকা
সারা জীবন করেই মলাম
পরের ধনে পোদ্দারি ।

- ২০ মার্চ ২০১৫


|| দুটি নিয়ম ||


সংসারেতে সুখ
রাখতে গেলে নিয়ম দুটিই
বলছেন - দুর্মুখ ।

রুল নাম্বার ওয়ান -
এপ্লিকেবল সব স্বামীতেই
বৃদ্ধ, যুবক, জোয়ান ।
তর্ক বাঁধলে জানুন,
বৌরা সঠিক সবসময়েই 
এটাই হল কানুন ।

রুল নাম্বার টু -
ভাট বকছেন গিন্নি যখন
সঠিক হলেও আপনি, তখন
রুল ওয়ান ইস ট্রু । 

নিয়ম দুটি যদি
পালন করেন ভক্তিভরে
বইবে জানুন ঘরে ঘরে
সুখ শান্তির নদী ।

- ২৩ মার্চ ২০১৫


|| যে নিয়মে জগত চলে ||


'হ্যাঁ' বললেই উনি, 
বলুন তাতে 'হ্যাঁ' ।
'না' বলবার বুকের পাটা
হ্যায় আপকা ক্যা ?
এই নিয়মেই জগত চলে
আমায় চালান উনি ।
ওনার কথা বেদবাক্যি
ভক্তিভরে শুনি ।
বশংবদ ভৃত্য হয়েই
এখন যে দিন রাত
কাটছে আমার ষাটের দশক 
ক্যায়াবাত ... ক্যায়াবাত ।

- ২৫ মার্চ ২০১৫


|| প্রভাত বন্দনা – ১ ||


(প্রতিদিন সকালে শুদ্ধচিত্তে দেবীর মহিমা কীর্তন করুন । দিন ভাল যাবে ।)

'তোমাতে সঁপেছি প্রাণ, মন, দেহ
তোমারে পূজিব বারবার ।
তুমি মোর পাস্ট, এখন প্রেজেন্ট
তুমি জানি মোর ফিউচার ।
তোমার সামনে থরহরি কাঁপি
খাটে না কোনোই যুক্তি ।
কোটি জন্মের দাসগিরি যদি
করি, তবে পাব মুক্তি ।'

জয় মা করালবদনী । আজ লাঞ্চটা জম্পেশ যেন হয় মা ।

- ২৬ মার্চ ২০১৫

|| প্রভাত বন্দনা – ২ ||


সকলই তোমারি ইচ্ছা, 
ইচ্ছাময়ী তুমি দেবী ।
রাগ করিলে ত্রাহি ত্রাহি,
ভয় পেয়ে যাই আমি হেব্বী ।
ইচ্ছাময়ী তুমি দেবী গো,
সদয় হলে তুমি হাস ।
কখনো বা ভ্রূকুটিতে, 
ইচ্ছেগুলোই তুমি নাশ ।
যন্ত্রী তুমি, আমি যন্ত্র 
যেমন চালাও, তেমনি চলি । 
সদয় থেকো আজ সারাদিন,
প্রণাম করে আমি বলি ।

- ২৭ মার্চ ২০১৫


|| প্রভাত বন্দনা – ৩ ||


জ্বালামুখী দেবী আমার, 
অগ্নিরূপেণ সংস্থিতা । 
সকাল থেকেই অগ্নিবাণে 
জ্বলতে থাকে আমার চিতা ।
কম্পিত মা, শঙ্কিত হই
অধম আমি তোমার স্বামী ।
জ্বালাময়ী জ্বালাও যেমন
তেমন ভাবেই জ্বলি আমি ।
কখনো বা ফ্রায়েড চিকেন
কখনো বা বেগুন পোড়া ।
আবার কভু গরম তেলে 
তেলেভাজায় দগ্ধ মোরা ।

- ২৯ মার্চ ২০১৫


|| ডন ডনা ডন ডন ||


যা সিপিএম, বিজেপি তা 
আই এন সিও তাই ।
টীএমসিও শামিল তাতে
শামিল সিবিআই । 
দেশ জুড়ে আজ চলছে নাটক
ওরাই কুশীলব ।
ট্যাক্স দিয়ে সব কাটছি টিকিট
আসছে যে বিপ্লব । 
সারদা ছেড়ে রোজভ্যালিতে
ব্যস্ত কেন গুরু ?
Larger এক Conspiracy ’র
এই তো সবে শুরু ।
যেমন নাচান নাচছি তেমন
আমরা জনগণ ।
গণতন্ত্রের বাজছে টুয়েলভ
ডন ডনা ডন ডন ।

- ৩০ মার্চ ২০১৫ 


|| বাঃ বাঃ চলছে ডেমোক্রেসি ||


বছর বছর ঘুরে ঘুরে
আবার এল ভোট ।
দেওয়াল লিখন, পরিক্রমন,
উড়ছে হাওয়ায় নোট ।
দেশের সেবা, জনগনের
কষ্ট করবে শেষ ।
বুকনি ঝেড়ে নেতারা সব
ভোটটি পাবেন বেশ ।
পয়সা এবং তার সাথেতে
দুষ্টচক্রের পেশী ।
এর জোরেতে দেশ চলেছে
চলছে ডেমোক্রেসি ।
বাঃ বাঃ চলছে ডেমোক্রেসি !
গড় গড় চলছে ডেমোক্রেসি ।

- ৩১ মার্চ ২০১৫
-----------------------------------------------------------------------------------------------------
Contributed by: Sudip Roy in WaaS / March 2015

No comments: