"); -->

Mar 31, 2015

উজ্জ্বল সেনগুপ্ত সংকলন – মার্চ

-------------------- উজ্জ্বল সেনগুপ্ত সংকলন – মার্চ, ২০১৫ --------------------


|| আবোল-তাবোল ||


টিকটিক, টিকটিক – ঘড়ি চলে ঠিকঠিক,
ধুকপুক, ধুকপুক – বুক করে ধুকপুক –
দুমদাম, দুমদাম – কে লাফায় বারে বার ?
ধুপধাপ, ধুপধাপ – পিঠেতে কে পড়ে কার ?

চকমক, চকমক – চোখে আলো জ্বলে কার ?
লকলক, লকলক – জিভে লালা ঝরে কার ?
বকবক, বকবক – পায়রার জ্বালাতন –
শনশন, শনশন – হাওয়া বয় সারা ‘খন !

ফিসফিস ফিসফাস – কারা করে কানাকানি ?
ধুম ধাম, ধুম ধাম – হোক নয় জানাজানি !
খুক খুক, খুক খুক – মুখেতে ধরে না হাসি –
উম উম, উম উম – সব কিছু ভালোবাসি !

- ৩রা মার্চ, ২০১৫
---------------------------------------------------------------------------

|| সময় ||


পল, অনুপল আর মুহূর্তগুলি 
সময় বোঝায়, এ তো তারই প্রকাশ –
আমার সময় কম, তাই তাড়াহুড়ো,
মনের গভীরে এতো ভিড় করে কারা ?

কোথায় কোথায় সব ছড়িয়ে গেছে,
কাছে-দূরে, নানা রং-এ মিশে আছে তারা –
খুঁজে খুঁজে বেছে নিতে সময় যে যায় ,
জীবন আমার তো শুধু একটাই !

যে টুকু গুছিয়ে নিতে পেরেছি রে ভাই,
সময় বাঁচিয়ে আর পাই নে সময় !
একা একা যতদূর যেতে পারি, তাই
নতুন করে আর ভাবি না কিছুই !

- ৩রা মার্চ, ২০১৫
--------------------------------------------------------------------------

|| একাকী বহুদিন ||


তুমি যে ভাবেই থাকো, নিজেই নিজেকে নিয়ে,

পারবে না তুমি ছুঁড়ে ফেলে দিতে তোমার পরিপার্শ্ব -
ভুলে থাকা কভু যায় নাকো কাছের মানুষজনকে,
কত দিন আর কতটুকু ক্ষণ এড়িয়ে থাকবে তুমি ?
ফিরে আসতে হবেই তোমাকে আবার সবার মাঝে !
ক্ষণিকের এই সন্ন্যাস আর এই দূরে দূরে থাকা,
এ কি এনে দেবে তৃপ্তি কোন, শরীর অথবা মনের ?
জানি না, কারণ আমি সদা আছি একাকী বহুদিন !
এক ঠাঁই থেকে অন্য কোথাও যাবার সে প্রয়োজন -
অনুভবে সে আসে না আমার মনে বা শারীর-কর্মে -
তবুও এ কথা মেনে নিতে হবে,
ওনাকে ওনার মত থাকতে দাও !

২৩ মার্চ ২০১৫
---------------------------------------------------------------------------

|| ঝিকিমিকি ছোট তারা ||

(Twinkle Twinkle Little Star এর অনুবাদের একটি প্রয়াস)

ছোট এক তারা ঐ ঝিকিমিকি করে –
আকাশে চাহিয়া রহি, কথা নাহি সরে !
উপর গগনে দেখি, তুমি বিরাজিছো –
হীরক-খণ্ড হেন, পলক না পড়ে !
যখন তপনদেব পশ্চিমে ঢলে –
তার আলো আর কারো ‘পরে নাহি পড়ে –
তোমার ছোট্ট আলোকবিন্দুটি নিয়ে
সারা রাত জেগে থাকো আমার শিয়রে !
রাতের পথিক, যে আঁধারে হারায় -
তোমার প্রকাশ তো তারই সহায় ,
পথের দিশা সে তাই খুঁজে পায় ঠিক -
তুমি আছো , আকাশের ঐ আঙ্গিনায় !
পর্দার ফাঁক দিয়ে যখনই দেখি,
সুনীল-কৃষ্ণ ঐ আকাশের গায়ে -
একা একা জেগে আছো কার পথ চেয়ে ?
আলোর ছটায় নব-রবির উদয়ে ?
তোমার ঐ একটুকু আলোর আলোয়
সান্ত্বনা সকলের, যারা দিশাহারা,
তুমি কে, যদি তাও জানি না যে ঠিক,
শুধু জানি, তুমি এক ঝকমকে তারা !!

- ২৭শে মার্চ, ২০১৫

--------------------------------------------------------------------------------------
Contributed by: Ujjwal Sengupta in WaaS / March 2015

No comments: