"); -->

Jul 31, 2015

সুদীপ রায় সংকলন – জুলাই

---------------- সুদীপ রায় সংকলন – জুলাই, ২০১৫ ----------------


|| যাপন – ১ ||


সে কথাই থাক ...
রাত শেষ হলে ... তোমার ঠোঁটের ফাঁক
ভরে দিয়ে সোহাগ, আদরে
আমি ঠিক চলে যাব ।
ছোট খাট দুঃখ গুলো ভেসে যাবে মোহনার দিকে ।
দুরন্ত প্রেমিক আমি ... তবু 
রাত্রির তুমুল প্রদাহে
কথা বলে যাব অনর্গল ।

সে কথাই থাক ...
তুমি থেকো সবুজ নিবিড়ে,
আমি এক নিদ্রাহীন নাবিকের মত
দিন রাত ... রব অচঞ্চল ।

- ২৯ জুন, ২০১৫
----------------------------------------------------------------------

|| যাপন – ২ ||


প্রহরে প্রহর ছুঁয়ে দ্বিপ্রহর হলে, 
গর্জন গাছের বনে উড়লো চাবুক ।
ওখানে এখন শুয়ে নিটোল মেঘেরা, 
প্রপাত ঘোলাটে হয়ে
হলুদ পাখীরা উড়ে যেই এলো ঘরে, 
ভেঙে গেল বুক ।

এ এক অসুখ ... শোনো ... এ এক অসুখ ।
দিন ক্ষয়ে ক্ষয়ে দীন ক্ষীণ হয়ে এলে
জলের তলায় দ্যাখো ফুটল শালুক ।
আমি চেয়ে চেয়ে দেখি
বিকেল গড়িয়ে দিন রাত্তির হলে
শার্সির কার্নিশে দেখি দ্রুত উড়ে এলো, 
একডালিয়ার স্মৃতি ... সেই চেনা মুখ । 

এ এক অসুখ ... শোনো ... এ এক অসুখ ।

- ০১ জুলাই, ২০১৫
----------------------------------------------------------------------

|| যাপন – ৩ ||


তোমাকে জড়িয়ে আছি ... 
তাই আজ দ্যাখো ভয় নেই আর । 
আগে দূরে দূরে ... তাই ভয় হতো
যদি ডুবে যাই । 
আজ আমি জলের গভীরে,
চারপাশে ট্র্যাঙ্কুইল চোখেরা ...
কে ডোবাবে বলতো আমায় ?
এই দ্যাখো সব কিছু ভুলে
নির্বিকল্প আমি ... এই দ্যাখো ...
নগ্নতা কত সহজেই এসে গেল ।
এবারে জিভের স্বাদ, চোখের ইশারা
উফফ ... আর কত কাল ...
এস এস ... ডাঁশা পেয়ারার মত
গন্ধ নিয়ে বুঁদ হয়ে থাকি 
আর মসলিনে ঢেকে দিই তোমার শরীর ।

- ০২ জুলাই, ২০১৫
--------------------------------------------------------------

|| যাপন - ৪ ||


ব্যাগে ভরা প্রশ্নচিহ্ন কিছু ... কিছু ধোঁয়া, কিছু চোঁয়া ... 
অবেলায় মধ্যাহ্ন ভোজের পরে দু চারটি উদ্গার ।
বেলা পাঁচটায় কালো মেঘ, দলছুট চোঁ চাঁ দৌড় ..
মেট্রোর এ সি কোচ , অবশেষে চেনা সে খোঁয়াড় ।
এইভাবে দিন যায়, পিছু পিছু জমা হয়,শালিকের রোঁয়া , 
মনে পড়ে যায় ... পোষ্টাপিসের সেই স্খলিত আঁচল দিদিমণি । 
সিস্টোলিক লাফিয়ে একশ আশিতে ... ঘরে ফিরে ..
মরা চাঁদ দেয়ালেতে, হাওয়াটা বেআবরু ...সনসনি । 
ঈষদোষ্ণ ঈষদোষ্ণ ভালোবাসা মদিরার সাথে .. 
বেশ ভাল লাগে গুরু আজকাল । 
আফসোস, কাল ফের থোড় , বড়ি , খাঁড়া ... 
কে আছিস, ধুলো ঝেড়ে ঝাড়বাতি গুলো জ্বাল । 

- ০৩ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------------------

|| বুড়োদিন ||


উটপাখির মত গলা বাড়িয়ে অপেক্ষায় ছিল বুড়ো দিন ...
গলার ঝোলাতে রাখা ছিল জেলুসিল, হজমোলা, ভাঙ্গা দূরবীন । 
কাঁধে রোঁয়া ওঠা , হলদেটে ছোপ ধরা ময়লা তোয়ালে ...
খোঁচা খোঁচা , কাঁচা পাকা দাড়ি কিছু ঝুলছে চোয়ালে ।
‘গুড মর্নিং স্যার’, ‘শুভ সকাল’ .. যেই বলা অমনি তুলকালাম, 
সাঁই সাঁই ছুটল গুলি এদিক ওদিক দুম দাম । 
ঘুমন্ত প্রজাপতি পাখা মেলে দিল ফড় ফড় ...
শহরেতে ঝটিতি শুরু হয়ে গেল ধরপাকড় । 
ঠক ঠক .. দরজা খুলতে দেখি ... সারপ্রাইজ ... আই বাপ !
ব্লু জিন্স, সফেদ শার্টে বুড়ো দিন হাসিমুখে ছড়াল কলাপ ।

- ০৫ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| শেষকথা ||


সুতোর গোড়াটা খুঁজতে গিয়ে, 
আকাশ হাতড়ে কি লাভ ? 
তুমি যা বলছ তা তো শব্দব্রহ্ম নয় । 
মনে রেখো পেন্সিলের পেছনে যে ইরেজার থাকে, 
তাতে থাকে কিছু পেন্ডুলাম গতি ... 
তবু জেনে রেখো ... 
সব ল্যাপাপোঁছা , সব ফাঁকি ... বাজারেতে 
তুমি ক্যাবলার মতো দাঁড়িয়ে একাকী ।
চাও কি চাও না সে টুকুরও গভীর কোথায় ?
চারপাশে হায়েনারা হামলে দাঁড়িয়ে, 
খাল খিঁচে নেবে । হুঁ হুঁ বাবা, 
নামাবলিটাও পাবে না গায়ে জড়াবার । 
সাগর যতই জড়িয়ে ধর তুমি,
গায়ে জল দিতে, 
আমার পুকুরে আসতেই হবে ।
কেউ ঘাট দেবে না তোমায় ।
বাবুদের পুকুরেতে আজকাল, কচুরি পানায় হিজিবিজি ... 
নামা দায় ... সম্ভবত !

- ০৬ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| যাপন – ৫ ||


প্রতিটি দিনের আমি খোলস ছাড়াই । 
রাত হলে ... খয়েরী যখন সব নিরাকার ... 
প্রতিটি গাছের বুকে দীর্ঘশ্বাস জমা হয়ে যায় ।
ভেবে দ্যাখো ...
সারি দিয়ে ছায়ারা যখন দীর্ঘতর হলো, 
চোখের একোণ ওকোণ তখন 
আয়েশেতে আড়মোড়া ভাঙ্গে ...
তারপর একদিন জল ভেঙ্গে যায় । 
নগ্ন দিনেরা যেন একেকটি সুখী মহীরুহ, 
অত গাছ, অতশত গাছের খোলস, 
এলোমেলো চুল উড়ে গিয়ে রাত ভোর হয় । 
তখন বেহুঁশ হাওয়ারা চলে আসে 
সার বেঁধে ... আর ... 
গাছেরা ঘুমায় ।

- ০৭ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| অস্তরাগে ||


কাগজ কলম নিয়ে,
আজ বসেছি আঁকবো ছবি স্মৃতির আঁচড় দিয়ে ।
লিখব কি তা ভাবি,
অনেক কিছুই হারিয়ে গেছে ... আর খুঁজে কি পাবি ?
গুছিয়ে সেসব লেখা,
এই বয়েসে নতুন করে যায় কি সেসব শেখা !
স্মৃতির পথের পাশে, 
হারিয়ে যাওয়া মুখগুলো সব ভিড় করে যে আসে ।
আজ কতজন নেই,
তাদের কথাই পড়ছে মনে, ভুলছি লেখার খেই ।
যখন ভীষণ একা,
তখন শুধুই পেছন ফিরে জীবনটাকে দেখা ।
সেই জীবনের স্মৃতি,
কখনো তা বিষাদ ভরা, কখনো প্রেম প্রীতি ।
জীবন তবুও চলে,
দুঃখ ভোলায় বন্ধুরা সব, আশার প্রদীপ জ্বলে ।
জীবন তো নয় স্থির,
পুরনো মুখ হারিয়ে আসে নতুন মুখের ভিড় ।
ষাট, সত্তর, আশি,
জীবন খেয়ার শেষ বেলাতে সঙ্গী কান্না-হাসি ।
জীবন নদীর বুকে,
কান্না ভুলে হাসছি ... যখন দুঃখ ভোলায় সুখে ।
এমনি করেই যেন,
দুখের মাঝে সুখ সে হাসে, দুঃখ পাবো কেন ?
জীবন রেলের গাড়ী,
থামলে ... যেন হাসিমুখেই বিদায় নিতে পারি ।

- ১৬ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| কবি ||


কবি তিনি, 
শব্দের সমুদ্র থেকে নিঃশব্দে তোলেন,
অনির্বাণ দিব্যদ্যুতি।
অনুভূতি উজ্জ্বল আলোকে রূপরেখা পায়, 
কায়কল্প তাতে দেন যিনি, 
কবি তিনিই । 

কবি তিনিই,
স্থিতধী এবং স্বতন্ত্র পুরুষ । 
সৃষ্টির আনন্দে মগ্ন,
দিন যায়, রাত যায়, কেটে যায় বহু যুগ,
চিরন্তন সময়ের মুখোমুখি ... 
নেই হুঁশ ।
লক্ষ্য তবু স্থির ... এমনই প্রতিজ্ঞ যিনি,
কবি তিনিই ।

এক হাতে লেখনীর অসি,
অন্য হাতে কল্পনার ফানুস ।
হাসি কান্নায় নির্বিকল্প যে মানুষ,
যার চোখ স্বপ্নিল শব্দের আলোকে ...
শব্দ-ব্রহ্ম যার উৎসারিত বাণী,
কবি তিনি ।

- ১৭ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| ঈশ্বরের বাগান ||


এ ঘর থেকে ওঘরের দূরত্ব কতখানি ? 
একটা দেওয়াল, নাকি একযুগ ?
নাকি এভাবেই জিওমেট্রিক কিছু দেখে, 
পিকাসোর ছবি নেড়েচেড়ে, 
মন আমার অর্ধেক ভাবুক ? 
আজকাল স্বর্গীয় সমুদ্রে ভাসে রেবাদি’র মুখ, 
ঠোঁটের কোনাতে জমা ভালবাসা,
অথবা শালুক ... অথবা ... 
উফ ... আর কি চাই বলো তো  ?
কোদাল, খুরপি, ইউরিয়া আঁচড়ে মন মাতাল ।
কাল রাত থেকে বসে আছি ল্যাপটপ কোলে
ঈশ্বরের বাগানে ... বেসামাল । 

- ১৮ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| নারী ||


সে'এক সময় এসেছিল । 
শয়নে, স্বপনে ছিল, ছিল নিশি জাগরণে
দিনে, রাতে চারিপাশে ছিল
নারী, নারী, নারী ।
আজ পিছু ফিরে দেখি সেই দিন, 
ছায়া অবয়বে ঢাকা সেই সব মুখ, 
সেই সব বিষণ্ণ মুখেরা ...
ঘন কুয়াশায় আবছা আদল যেন তারই ।
যে আমি ভোগের লোভে পথ হেঁটে গেছি
আজ সেই পথ আগাছায় ঢাকা ।
এস নারী ... দেখি
আরও একবার যদি ছুঁতে পারি !

- ২১ জুলাই, ২০১৫
---------------------------------------------------------------------

|| তোর চোখেতে ||


তোর চোখেতে আকাশ দেখে
উড়ল আমার মন ।
পাহাড়, সাগর পেরিয়ে এলাম
সবুজ গহীন বন ।
দিনের শেষের ক্লান্ত বাতাস
কপালে দেয় ছোঁয়া ।
স্মৃতির প্রলেপ ঝর্ণাধারায়
শীতল পরশ ধোয়া । 
মনকে যখন আয়না দেখি
দেখি স্মৃতির মুখ ।
সেই স্মৃতিকে লুকিয়ে রাখি 
তাতেই আমার সুখ ।

তোর চোখেতে আগুন দেখে
পুড়ল আমার মন ।
মনকে আমার আকুল করে 
না জানি সে কোন ।
এমন মনের গহীন সে পথ
রাখি নি তার খোঁজ ।
তার স্মৃতিকে বুকে ধরেই 
দিন কাটে মোর রোজ ।

তোর দুটি চোখ মেঘলা দেখে
ভিজল আমার মন । 
ঝর ঝর ঝর বৃষ্টি ঝরে
আজ তাই সারাখন । 
এমন এ দিনে মন চায় তাই
তোকেই আমার পাশে । 
দেখবি কেমন মেঘ সরে গিয়ে 
সূর্য আবার হাসে । 

- ২৬ জুলাই, ২০১৫

----------------------------------------------------------------------------------------
Contributed by: Sudip Roy in WaaS / July 2015

No comments: