"); -->

Oct 1, 2015

পোড়ার… মুখী

|| পোড়ার… মুখী ||


সকাল থেকেই শাশুড়ি-মা, বৌকে  দিচ্ছে ধ্যাতানি,
কাক-পক্ষী উড়ে পালায়, এমন গলার চ্যাঁচানি ।

বৌ বসেছে মাজতে বাসন, কলতলাতে রেখে,
শাশুড়িকে ভেংচি কাটে, এদিক-ওদিক দেখে ।

বৌকে উচিৎ শিক্ষা দিতে, শাশুড়ি যায় ঘেমে,
“লক্ষ্মীছাড়া, পোড়া ...” , বলেই হটাত গেলো থেমে ।

চমকে উঠে, বৌ তাকালো শাশুড়ি-মায়ের দিকে,
হঠাৎ কেন থামল বুড়ি, সেই খবরটা নিতে ।

সামনে গিয়ে, বললো ডেকে, “কি হয়েছে মা ?”
দেখল আগুন-চোখে চেয়ে বুড়ি, মুখটা করে হাঁ ।

ঘাবড়ে গিয়ে বৌ গিয়ে তার বরকে আনে ডেকে,
বুড়ির ছেলে ঘাবড়ে গেল মায়ের এ হাল দেখে ।

ভ্যান গাড়িতে চাপিয়ে মাকে, ছুটল ডাক্তার বাড়ি,
ডাক্তার বাবু ঘরেই ছিলেন, কিন্তু ব্যস্ত ভারী ।

ছেলে গিয়ে ডাক্তার বাবুর পা জড়িয়ে ধরে,
“ডাক্তার বাবু, কি হোল মা'র, কথা বলবে কেমন করে ?”

ডাক্তার বাবু দেখে বলেন, “আটকে গেছে চোয়াল ।
বাড়ি বসে, উনি কি আজ গাইতে ছিলেন খেয়াল ?”

বৌ বলল, “রোজ সকালে, আমার উপর চেঁচান নিয়ম মেনে,
আজ 'লক্ষ্মীছাড়া, পোড়ার', বলে হঠাৎ গেলেন থেমে ।“

ডাক্তার বাবুর হাতের চাপে চোয়াল গেল খুলে,
শাশুড়ি মা ও উঠে বসলেন “...মুখী” কথাটি বলে ।

(প্রয়াত সাহিত্যিক শ্রদ্ধেয় 'বনফুল' এর একটি ছোট গল্প অবলম্বনে আমার এই কবিতা)

------------------------------------------------------------------------
Contributed by: Kalyan Kumar Basu in WaaS / 01 October 2010